সাড়ে আট বছর আগে চট্টগ্রামে যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এই রায় দেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম মোহাম্মদ এসকান্দর। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ বলেন, এসকান্দর পলাতক রয়েছেন। তিনি জামিনে গিয়ে পালান। তাঁর বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

মামলার এজাহার, অভিযোগপত্র ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলীর মিনু আক্তারের সঙ্গে রাউজান শাহানগর এলাকার এসকান্দরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মিনুকে নির্যাতন করে আসছিলেন এসকান্দর। ২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের জন্য কথা–কাটাকাটির এক পর্যায়ে মিনুকে শ্বাস রোধে হত্যা করেন এসকান্দর।

এ হত্যার ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামি এসকান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ত ক র জন য

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ