ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির দুই নেতার পদত্যাগ
Published: 2nd, August 2025 GMT
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির দুই নেতা পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তাঁরা।
এই দুজন হলেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ডামুড্যা উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য পলাশ খান। তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেননি।
এনসিপি সূত্রে জানা যায়, গত ১২ জুলাই জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা সমন্বয় কমিটি গঠিত হয়। ৩৩ সদস্যের এই কমিটিতে স্বাক্ষর করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয় আইনজীবী মোহাম্মদ রুহুল আমিনকে। যুগ্ম সমন্বয়কারী করা হয় ৯ জনকে ও সদস্য রাখা হয় ২৩ জনকে। পদত্যাগকারী তারিকুল ইসলাম ও পলাশ খান যথাক্রমে কমিটির যুগ্ম সমন্বয়কারী ও সদস্য ছিলেন।
তারিকুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘ব্যক্তিগত কারণে আমি এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। সবাই আমার পাশে ছিলেন, কৃতজ্ঞতা জানাই।’
পলাশ খান তাঁর স্ট্যাটাসে লেখেন, ‘জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি। এটি একটি আবেগঘন সিদ্ধান্ত। তবে সময় এসেছে কিছু বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার।’
পদত্যাগের কারণ জানতে চাইলে প্রথম আলোকে তারিকুল ইসলাম বলেন, ‘আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। সেখানে সময় দিতে হয়। ব্যক্তিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ করেছি। ব্যক্তিগত কারণ ব্যক্তিগতই থাকুক, তা বাইরে বলতে চাই না। এ মুহূর্তে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। যদিও এখনো লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিইনি, শিগগিরই তা দেব।’
এ বিষয়ে পলাশ খান প্রথম আলোকে বলেন, ‘এনসিপি আমার কাছে শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি আবেগের জায়গা। কিন্তু জেলা কমিটি গঠনে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি। দু-একজনের ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। সেই আপত্তি থেকেই অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে এনসিপিতে থাকা না-থাকার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলব।’
জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পদত্যাগের ঘোষণা দেখেছি। তবে এখনো দলীয় নিয়ম অনুযায়ী কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা পড়েনি। কেন তাঁরা পদত্যাগ করছেন, তা–ও আমাকে জানানো হয়নি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত র ক ল ইসল ম সমন বয়ক র পল শ খ ন কম ট র সদস য এনস প
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক