মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নোয়াগাঁও এলাকার একটি খামারবাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় হঠাৎ একটি লজ্জাবতী বানর দেখা দিলে তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা প্রাণীটিকে চিনতে না পেরে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গোড়। তাঁরা জানান, এটি একটি লজ্জাবতী বানর, যা বাংলাদেশে সংকটাপন্ন ও বিরল প্রজাতি হিসেবে পরিচিত।

স্বপন দেব বলেন, ‘খাদ্যের অভাব, বন ধ্বংস ও আবাসস্থলের সংকটের কারণে প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে, যা বন্য প্রাণীদের জন্য হুমকিস্বরূপ। আমরা প্রাণীটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছি। বন বিভাগ প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণের পর উপযুক্ত পরিবেশে প্রাণীটিকে অবমুক্ত করার ব্যবস্থা করবে।’

লজ্জাবতী বানর দেশের অতি বিপন্ন প্রাণীর তালিকায় আছে জানিয়ে স্বপন দেব আরও বলেন, লজ্জাবতী বানর নিশাচর ও ধীরগতির প্রাণী। এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বনভূমি উজাড় ও পরিবেশ বিপর্যয়ের কারণে এটি বিলুপ্তির মুখে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর উদ্যোগ

বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার জন্য জাপানের রিভাইভাল নামক একটি প্রতিষ্ঠান ২৪৫ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এই উদ্যোগে রিভাইভালের সাথে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের ইকোমিলি। সরকার এই যৌথ বিনিয়োগে সম্মতি দিয়েছে এবং ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরের অপেক্ষায় রয়েছে, যেখানে রিভাইভাল, জনতা ব্যাংক ও বেক্সিমকো অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে ১৫টি কারখানা চালুর চেষ্টা চলছে। বুয়েট ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আরও ১০ কোটি ডলার ঋণের ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত নিবন্ধ