জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে স্টার সিনেপ্লেক্স
Published: 4th, August 2025 GMT
দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স সাধারণত সারা বছরই খোলা থাকে। ছুটির দিন হোক কিংবা উৎসব—দর্শকের ভিড়েই জমজমাট প্রেক্ষাগৃহ। কিন্তু এবার বিশেষ একটি দিন উপলক্ষে ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ৫ আগস্ট (জুলাই গণঅভ্যুত্থান দিবস) তাদের সকল শাখা একদিনের জন্য বন্ধ থাকবে। পরের দিন (৬ আগস্ট) থেকে আবারো সব শাখায় সাধারণ কার্যক্রম ও প্রদর্শনী শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “৫ আগস্ট সরকারিভাবে ছুটি ঘোষণা হয়েছে। তবে আমাদেরকে আলাদাভাবে বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই আমরা দিনটিতে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আর কোনো বাট বা কিন্তু নেই।”
আরো পড়ুন:
মেয়েকে অবহেলার গুঞ্জনে ক্ষুব্ধ পরীমণির কড়া জবাব
দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব, শাকিব প্রসঙ্গে জয়
উল্লেখ্য, সরকারি ছুটির দিনেও সাধারণত মাল্টিপ্লেক্সগুলো বন্ধ থাকে না। কারণ, সেসব দিনই মূলত দর্শকের ভিড় বেশি হয়। তাই এই ঘোষণাকে স্টার সিনেপ্লেক্সের একটি সচেতন এবং ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন অনেকেই।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
জুলাই, আগস্টে নিহত শহীদদের সমাধি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
নারায়ণগঞ্জে এই প্রথম জুলাই-আগস্টে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নিহত যোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে তাদের সমাধি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। প্রতিটি সমাধি মার্বেল পাথর দিয়ে নামকরণ এবং বাঁধাই করে রাখা হবে।
সোমবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগর ভবনে আলোচনা সভায় সিটি কর্পোরেশনের প্রশাসক ও অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরআগে সগর ভবন থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়।
এ এইচ এম কামরুজ্জামান তার বক্তব্যে আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সেবামূলক একটি প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের কাছে সকলের প্রত্যাশা অনেক। আমরা অঙ্গীকার করতে চাই এই সেবামূলক প্রতিষ্ঠানকে বৈষম্যহীন নাগরিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা,গণসংঘতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন সহ আরো অনেকেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা ও স্কুল-কলেজের শিক্ষার্থীগণ।