রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
Published: 5th, August 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে ভাষণ দেবেন তিনি।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আজ বেলা পৌনে দিকে এক পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, আজ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।
এদিকে, আজ বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
আজ দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যা জনসাধারণের জন্য উন্মুক্ত।
এর আগে, গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা জানায়।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে ইউপিডিএফ ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে সংঘর্ষ, ধাওয়া
খাগড়াছড়িতে ইউপিডিএফ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের চেঙ্গী স্কয়ারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম পূর্ণমূখী চাকমা (৫৩)। তিনি প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের এক বছর উপলক্ষে মিছিল বের করেন দুই পক্ষ। স্বনির্ভর বাজার থেকে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সদস্যদের মিছিলটি চেঙ্গী স্কয়ারের পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পূর্ণমূখী আহত হন। পরে চেঙ্গী স্কয়ারে ইউপিডিএফের ব্যানারে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় কয়েকটি ফাঁকা গুলি করে একপক্ষ। পরে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা। তিনি দাবি করেন, প্রতিপক্ষের মদদে এ হামলা হয়েছে। এ সময় তাঁদের পক্ষের এক নারী সমর্থক আহত হয়েছেন।
এ ঘটনার পর বিক্ষোভ মিছিল বের করেন গণতান্ত্রিক ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া মিছিলটি সূর্যশিখা ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কলিন চাকমা।
হামলার অভিযোগটি অস্বীকার করে ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা অমর জ্যোতি চাকমা। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন উপলক্ষে আমাদের শোভাযাত্রা ছিল। আমরা র্যালি শুরু করার পরপর ওরা (ইউপিডিএফ) আমাদের ওপর হামলা করে। ইটপাটকেল ছোড়ে। এর পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’
গোলাগুলির কোনো খবর পাননি জানিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ উত্তেজনা ছিল। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।