‘গৌরব ধরে রাখার পাশাপাশি আমরা হব আলোর পথের যাত্রী’
Published: 19th, August 2025 GMT
‘আজ প্রথম আলোর এই সংবর্ধনা আমাদের নতুন দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছে। তা হলো জ্ঞানকে কাজে লাগিয়ে সততা, মানবিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার। আমরা প্রতিজ্ঞা করছি, এই গৌরব ধরে রাখার পাশাপাশি আমরা হব আলোর পথের যাত্রী।’
নড়াইল শহরের মুচিরপোলে বেস্ট কমিউনিটি সেন্টারে আজ মঙ্গলবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলে শিক্ষার্থী অর্পিতা বিশ্বাস। সে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর এ সি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর আয়োজনে জেলার ৩টি উপজেলার জিপিএ-৫ পাওয়া ৩০০ জন শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে অনুষ্ঠানে অংশ নিতে আসে। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকেরা।
সকাল আটটা থেকেই বেস্ট কমিউনিটি সেন্টারের সামনে ভিড় জমাতে থাকে কৃতী শিক্ষার্থীরা। ৯টা বাজতেই শিক্ষার্থীরা নির্দিষ্ট বুথ থেকে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। তাদের সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। শিক্ষার্থীদের পদচারণে আর হুল্লোড়ে মুহূর্তেই সরব হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল পর্ব। এরপর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্রথম আলো নড়াইল বন্ধুসভার উপদেষ্টা মো.
প্রথম আলোর নানা ইতিবাচক উদ্যোগ তুলে ধরে বক্তব্য দেন প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান (হিলু), প্রত্যন্ত গ্রামে শিশুদের সাংস্কৃতিক চর্চার মাধ্যম ‘চারু কুঠির’ প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী ডি ডি মল্লিক, বল্লারটোপ আইডিয়াল কলেজের ইংরেজির বিভাগের প্রভাষক সামিরা খানম, জলবায়ু পরিবর্তনের ওপর নড়াইলের ভোঁদড় পল্লী নিয়ে নির্মিত ‘লতিকা’ চলচ্চিত্রের নির্মাতা সামছুল ইসলাম স্বপন।
ডি ডি মল্লিক বলেন, ‘গুরু এস এম সুলতান বলেছিলেন, “তোমাকে সমাজের প্রয়োজন হয়ে উঠতে হবে, শুধু নিজের আত্মকেন্দ্রিক চিন্তা করলে হবে না।” তাই তোমরা এরপর হয়তো আরও বড় অর্জনের দিকে এগিয়ে যাবে। খেয়াল রাখতে হবে, তোমাদের হাত ধরে পরবর্তী প্রজন্ম যেন আলোকিত মানুষ হতে পারে।’
অনুষ্ঠানে দল বেঁধে ছবি তোলেন কৃতী শিক্ষার্থীরা। আজ সকালে নড়াইল শহরের আশ্রম রোডে বেস্ট কমিউনিটি সেন্টারেউৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম আল র অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা
রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।
আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।
লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।