প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ কর্তৃক প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রেক্ষিতে ৭দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে। 

সোমবার (২৫ আগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম'র নিকট স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের  আহবায়ক জনাব মোস্তাফা মোল্লা উপ-বিভাগীয় প্রকৌশলী বিপিডিসি ও সদস্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল হাই সহকারী প্রকৌশলী হরিপুর বিদ্যুৎ কেন্দ্র এর নেতৃত্ব জেলা প্রশাসক নারায়নগঞ্জ মহোদয় এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্বারকলিপি প্রেরন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন রমিজ উদ্দিন,  নুরদ্দিন, সেলিম সরকার, মাহমুদুল হাসান, মাসুদ পারভেজ, সাখাওয়াত হোসেন, সিদ্দিক আহমেদ, আবুবকর সিদ্দিক, সামিম আহমেদ প্রমূখ ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ