এসএমএ রোগীদের পুনর্বাসনে ২ দিনব্যাপী কর্মশালা
Published: 26th, August 2025 GMT
স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) রোগে আক্রান্তদের জীবনকে সহজ করার লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ ও ২৪ আগস্ট ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ‘Standardized Rehabilitation Approach for SMA’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যার উদ্দেশ্য ছিল এসএমএ আক্রান্তদের পুনর্বাসনে আধুনিক ও মানসম্মত পদ্ধতি প্রচলন করা।
কর্মশালায় মালয়েশিয়ার আমির থেরাপি জিম থেকে তিন সদস্যের বিশেষজ্ঞ দল অংশগ্রহণ করেন। আমির থেরাপি জিমের কো ফাউন্ডার ফেজিয়া টাইবালি, সিনিয়র ফিজিওথেরাপিস্ট থাশেন্দ্রন নাভিনদ্রন ও ক্যাসান্দ্রা বিহ হুয়ান গাইক তাদের জ্ঞান, দক্ষতা এবং ভিন্নধর্মী থেরাপির ব্যবহারিক অভিজ্ঞতা বিনিময় করেন।
কর্মশালাটি কিউর এসএমএ বাংলাদেশ ফাউন্ডেশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের চাইল্ড নিউরোলজি বিভাগ এবং বাংলাদেশ চাইল্ড নিউরোলজি সোসাইটি (বিসিএনএস) যৌথভাবে আয়োজন করে।
দুই দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত স্নায়ুবিজ্ঞান ও পুনর্বাসন বিশেষজ্ঞরা। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ চাইল্ড নিউরোলজি সোসাইটির (বিসিএনএস) সভাপতি প্রফেসর ডা.
আয়োজকরা জানান, বাংলাদেশে এসএমএ রোগীদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনে একটি সমন্বিত কর্মপদ্ধতি অত্যন্ত জরুরি। এই কর্মশালার মাধ্যমে চিকিৎসক ও থেরাপিস্টদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশে একটি স্ট্যান্ডার্ডাইজড রিহ্যাবিলিটেশন মডেল প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ‘রোশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মার্ক হিব, কিউর এসএমএ বাংলাদেশের প্রতিনিধি, নিউরোসায়েন্সেস হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, রোশ বাংলাদেশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন এলাকা থেকে আগত এসএমএ রোগী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এইচএম/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল বন্ধ
চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় শহরের কুমিল্লা রোডের দ্য ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সিদ্ধান্ত দেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত।
এর আগে মঙ্গলবার রাতে ওই নবজাতককে কবরস্থানে নিয়ে যাওয়ার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে (৪৫) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে অবৈধ কার্যক্রম ছিল। নবজাতকের জন্মও হয়েছিল ওই হাসপাতালে। কবরস্থানে নবজাতক দাফনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের।
আরও পড়ুনচাঁদপুরে কবরস্থানে বাক্সবন্দী উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু১৫ সেপ্টেম্বর ২০২৫এ ঘটনায় গতকাল দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবরস্থানের তত্ত্বাবধায়ক শাহজাহান মিয়াজী।
হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাপ্পি দত্ত বলেন, হাসপাতালের ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। চিকিৎসক নেই, প্যাথলজি ও অপারেশন থিয়েটারের পরিবেশ অনুপযুক্ত, পোস্ট অপারেটিভ রোগীদের জন্য কোনো ব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্র নবায়নও করা হয়নি। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করা হয়েছে। রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে।
আরও পড়ুনকবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক১৬ সেপ্টেম্বর ২০২৫ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং সদর মডেল থানার পুলিশ সদস্যরা।