বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিমের বাড়ি মেরামতের আশ্বাস দিলেন ইউএনও তাছলিমা শিরিন
Published: 27th, August 2025 GMT
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনের সামনে পুকুরপাড়ে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়ার ধসে যাওয়া বাড়ি মেরামত করে দেওয়ার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন।
বুধবার (২৭ আগষ্ট) সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন ঘটনা স্হল পরিদর্শন করেন এবং মুক্তিযোদ্ধা পরিবারের হেলে যাওয়া বসতঘর মেরামত করে দেওয়ার আশ্বাস দেন। এসময় তিনি ওই পরিবারকে নিরাপদ স্হানে থাকার ও সুব্যবস্হা করেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো: ইব্রাহিম মিয়ার ছেলে আরমান বলেন ইউএনও স্যার আমাদের এখানে এসেছেন। তিনি আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং ঘর মেরামত করে দেওয়ার বিষয়ে কথা বলেন।
এবিষয়ে ইউএনও তাছলিমা শিরিন বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমি তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর মেরামত করে দেওয়ার বিষয়ে র্যবস্থা করা হবে। এসময় তিনি বলেন এটা কেবল আমার দায়িত্ব নয়, এটা আমার কর্তব্য।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইউএনও উপজ ল
এছাড়াও পড়ুন:
তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “তারুণ্যের ভাবনায় কেমন বাংলাদেশ চাই” শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) রয়েল রিসোর্টে উৎসবমুখর পরিবেশে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ উন্নয়ন ও মানবতার সেবায় নিবেদিত প্রতিষ্ঠান রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন।
প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তাদের চিন্তা, উদ্যম ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ। তরুণদের দায়িত্ব শুধু স্বপ্ন দেখা নয়, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসের সঙ্গে এগিয়ে আসা।
সভাপতির বক্তব্যে মো. আতাউর রহমান বলেন, “তরুণ প্রজন্মের চিন্তা ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠতে পারে আলোকিত বাংলাদেশ। ঐতিহ্যের মাটিতে দাঁড়িয়ে তারা যদি সততা, মানবতা ও উন্নয়নের দৃষ্টিতে কাজ করে, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।”
অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের শপথ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে সমাজ উন্নয়ন ও জাতি গঠনের কাজে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও তরুণদের মুক্ত মতবিনিময়। এতে আশা ও প্রেরণার আলো ছড়িয়ে দেয় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই অনন্য আয়োজন।