Risingbd:
2025-09-18@02:20:54 GMT

মাছ-মুরগিসহ সব কিছুর দাম চড়া

Published: 29th, August 2025 GMT

মাছ-মুরগিসহ সব কিছুর দাম চড়া

নদীতে মাছ কম পাওয়া ও চাষের মাছের খাবারের দাম বৃদ্ধির কারণে বেড়েছে মাছের দাম। বিক্রেতারা বলছে, গত সপ্তাহের তুলনায় গড়ে মাছের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। ফলে নিম্ন আয়ের মানুষের চাহিদার তুলনায় কাটছাঁট করে বাজার করছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর নিউমার্কেট, হাজারীবাগসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অধিকাংশ মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। চাষের পাঙাস কেজি ২২০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ৩০০ থেকে ৩৫০, দেশি শিং ৭০০ থেকে ৮০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৭০০ টাকা এবং এক কেজি ওজনের ওপরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাড়তি দামে স্থিতিশীল রয়েছে সবজির দাম
বাজারে এখন পেঁপে ও মিষ্টি কুমড়া বাদে ৫০ টাকার নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না। এখন বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে ২৪০ টাকা কেজি দরে, দেশি শশা ৮০ টাকা, বেগুন ১০০ টাকা, করলা ৮০ টাকা, গাজর (দেশি) ১২০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, পটল ৮০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ও লাউ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। রসুন ১৪০ থেকে ১৬০ টাকা, দেশি আদা ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুদি বাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

বেড়েছে মুরগির ও ডিমের দাম
এখন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১২০০ টাকায়। ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১৪৫ থেকে ১৫০ টাকায়।

কী বলছে ক্রেতা বিক্রেতারা
রাজধানীর হাজারীবাগ কাঁচাবাজারের কেনাকাটা করতে আসা গৃহিণী আয়শা খাতুন রাইজিংবিডিকে বলেন, “সবকিছুর দাম বাড়তি। তাই আজকের মাছ-মাংস না কিনে চলে যাচ্ছি। শাকসবজি কিনতে আসছি, তাতেও দাম বাড়তি। সরকারের কাছে অনুরোধ করব আমাদের মত নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা গ্রহণ করুন।”

রাজধানীর নিউমার্কেটের মাছ বিক্রেতা ফরিদ উদ্দিন বলেন, “আমি মাছ ব্যবসায়ী কিন্তু আমি একটা ইলিশ মাছ নিয়ে খেতে পারছি না। তাহলে বোঝেন, সাধারণ মানুষ কীভাবে ইলিশ মাছ খাবে। ইলিশ মাছসহ সকল মাছের দাম বেড়েছে। আগামী কয়েক মাসে মাছের দাম কমার সম্ভাবনা নেই। মাছের দাম বাড়ার আরো একটি অন্যতম কারণ হলো মাছের খাদ্যের দাম বেড়ে গেছে। এছাড়া এখন মাছ পরিবহনের খরচ ও বাড়তি।”

ঢাকা/রায়হান/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৮০ ট ক

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।

নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।

ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।

ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ