সলিমুল্লাহ মেডিকেলে আধুনিক ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
Published: 29th, August 2025 GMT
ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ নতুন হোস্টেল নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।
১০টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় এই কলেজে একটি ১৫ তলা ছাত্র হোস্টেল ও দুটি ১২ তলা ছাত্রী হোস্টেল নির্মিত হচ্ছে।
আরো পড়ুন:
এবার জবিতে ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে যন্ত্র আছে, সেবা নেই
বৃহস্পতিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম কলেজ প্রাঙ্গণে এই হোস্টেলগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আনুষ্ঠানিকতার কোনো আয়োজন না রেখে শুধু ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন কার্যক্রম শেষ হয় এবং উপস্থিত অতিথিরা দোয়া করেন। কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ ঘুরে দেখেন উপদেষ্টা নূরজাহান বেগম।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ছাত্র-ছাত্রীরা এতদিন ঝুঁকিপূর্ণ পুরোনো হোস্টেলে থেকেছে, যা ভেঙে পড়ার আশঙ্কা ছিল। এটি শুধু তাদের দাবি নয়, বরং অধিকার। নিরাপদ ও অনুপ্রেরণাদায়ক পরিবেশেই শিক্ষার্থীরা এগিয়ে যেতে পারে। নতুন এই হোস্টেল তাদের সেই পরিবেশ করে দেবে।
নূরজাহান বেগম বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা এই আবাসিক পরিবেশে শুধু পড়াশোনাই না, বরং সৃজনশীলতায় নিজেদের বিকশিত করুক। খেলাধুলা, বিতর্ক, দেয়াল পত্রিকা বা ম্যাগাজিনের মাধ্যমে তারা যেন নিজেদের প্রকাশ করতে পারে।”
এ সময় তিনি রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক শীর্ষ শ্রেয়ানের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শ্রেয়ান নেদারল্যান্ডস থেকে সংগ্রহ করা ১৭ কোটি টাকা মূল্যের ২ হাজার ৫০০ ভায়াল অ্যাল্টেপ্লেস ইনজেকশন বিনামূল্যে স্ট্রোক ও হার্ট অ্যাটাক রোগীদের জন্য সরবরাহ করেছেন। উপদেষ্টা বলেন, “শ্রেয়ানের মতো মানবিকতা আমাদের প্রতিটি শিক্ষার্থীর মধ্যে থাকুক।”
স্বাস্থ্য শিক্ষা সচিব ডা.
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, সারা দেশের ১০টি সরকারি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল নির্মাণের কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেলে ১৫ তলা একটি ছাত্র হোস্টেল ও দুটি ১২ তলা ছাত্রী হোস্টেল নির্মিত হচ্ছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ তলা ছাত্র হোস্টেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০১ কোটি ৭৭ লাখ টাকা। এতে ৩১২টি রুমে ৯৩৬টি ছাত্র সিট থাকবে। অন্যদিকে, দুটি ১২ তলা ছাত্রী হোস্টেলের নির্মাণ ব্যয় ৪৬ কোটি ৫৩ লাখ টাকা, যেখানে ১৪৪টি রুমে ৫০৪টি ছাত্রী সিট থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালকসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা।
ঢাকা/এএএম/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট ম ড ক ল কল জ উপদ ষ ট কল জ র
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে