সংগীতের ভিন্নধারার একদল তরুণ ২০২০ সালে গড়ে তোলেন গানের দল ‘দল অন্যরকম’। নাটকের মঞ্চ থেকে আসা এই তরুণরা কবিতা, গান ও গল্প মিলিয়ে সাজান অভিনব পরিবেশনা। কখনো মাটির গান, কখনো মুক্তির গান—সবকিছুতেই থাকে আত্মার ছোঁয়া। 

হারমোনিয়াম, ঢোল, তবলা, বাঁশি, বেহালা থেকে শুরু করে অ্যাকোস্টিক ও ইলেকট্রিক গিটারের ফিউশন তাদের গানে আনে অনন্য মাত্রা। মূল ভোকালে আছেন সোবহানী বাপ্পী, আর কবিতার অংশে অলক পাল। রিদমিক অংশে আছেন বায়েজিদ নিবিড়সহ কয়েকজন শিল্পী। 

আরো পড়ুন:

বান্দরবানে ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ সাঁকো  

আফগানিস্তানে ভূমিকম্প: আন্তর্জাতিক সাহায্যের আবেদন তালেবানের

‘দল অন্যরকম’-এর পরিবেশনা শুধু গান নয়, বরং চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিটের এক যাত্রা— যেখানে দর্শক ডুবে যায় সুর ও কথার ভেলায়। তাদের স্লোগানও আলাদা—“কবিতা আর বাংলাগানে মন ভাসুক ভাটি কিংবা উজানে।” 

প্রথমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আকস্মিক পরিবেশনায় দর্শকের মন জয় করেন তারা। এরপর থেকে দেশের ভেতর-বাইরে ছড়িয়ে পড়েছে তাদের সুরের দোলা। কবিতাকে জনপ্রিয় করা থেকে মৌলিক গান সৃষ্টি—প্রতিটি পদক্ষেপে তারা অন্যরকম। 

বুকের পাঁজরে জমা রাখা নান্দনিক সুর তারা পৌঁছে দিতে চায় গ্রাম-গঞ্জ থেকে দেশান্তরে— নীরবে, নিভৃতে, কিন্তু গভীর ভালোবাসায়।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ