ফরিদপুরে একই নম্বর প্লেটের ৫ প্রাইভেটকার
Published: 5th, September 2025 GMT
ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল রাজস্থানের সামনে থেকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একই নম্বর প্লেটের পাঁচটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। গাড়িগুলো পুলিশ লাইন্সে রাখা হয়েছে। এ নিয়ে শহরবাসীর মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, বৃহস্পতিবার সকালে হোটেল রাস্থানের সামনে সারিবদ্ধভাবে রাখা পাঁচটি নতুন একই নম্বর প্লেটের প্রাইভেটকার (ঢাকা মেট্টো-শ-০০-০৭৩৮) দেখতে পান এলাকাবাসী। এ সময় কৌতুলী জনতা বিষয়টি থানা ও ট্রাফিক পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িগুলোর ব্যাপারে খোঁজ নেন। দুপুর পর্যন্ত মালিকরা না আসায় গাড়িগুলো থানায় নিয়ে যান তারা।
আরো পড়ুন:
সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে ফরিদপুরে ২ মহাসড়ক অবরোধ
অস্ত্রের মুখে টেকনাফে ৩ জনকে অপহরণ
এই গাড়িগুলোতে এসে যারা হোটেল রাজস্থানে অবস্থান করছিলেন তারা হলেন- হাবিবুর রহমান, তুরান, আল আমিন, আব্দুল জব্বার, জয়নাল, আবু তালিব হোসেন, হাফিজুল, হাসিবুল, মাসুম, রিংকু, পনির ও সাব্বির।
হোটেল রাজস্থানের ম্যনেজার মো.
ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) খুরশিদ আলম শিকদার বলেন, “গাড়িগুলোর শোরুম কিংবা গ্যারেজ নম্বরের সঠিক কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে গাড়িগুলো কোতয়ালী থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। সঠিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে গাড়িগুলো ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, “পাঁচটি প্রাইভেটকার পুলিশ লাইনে রাখা হয়েছে।”
ঢাকা/তামিম/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন