সালমান না কি শাকিব, কাকে এগিয়ে রাখলেন মিশা সওদাগর?
Published: 7th, September 2025 GMT
ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ক্যারিয়ারের শুরু থেকেই দাপুটে অভিনয়গুণে শোবিজে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। শুরুর দিকে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রে যেমন ভিলেনের ভূমিকায় দেখা গেছে তাকে, তেমনি শাকিব খান অভিনীত অনেক সিনেমায়ও তিনি দাপট দেখিয়েছেন। কাছ থেকে দুইজনকেই দেখেছেন। সেই দিক থেকে তার নিজেস্ব মূল্যায়নও রয়েছে এই দুই চিত্রনায়ককে নিয়ে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিশা সওদাগরকে প্রশ্ন করা হয় ১০০ নম্বরের মধ্যে সালমান শাহ আর শাকিব খানকে আলাদা আলাদা করে কত দিতে চান? মিশা সওদাগর বলেন, ‘‘মারাত্মক প্রশ্ন। দুইজনকে ফিফটি ফিফিটি দেওয়া যায়। তার কারণ হচ্ছে যে, সালমান শাহ যেমন তার সাবলীল বাচনভঙ্গি দিয়ে জনপ্রিয়, তেমনি অ্যাকটিংয়ের খুরধার দিয়ে সাকিব জনপ্রিয়। সেজন্য দুইজনকে একশো নম্বরের মধ্যে ফিফটি ফিফটি দেবো।’’
আরো পড়ুন:
আজ সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী
শেষ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান শাহ?
উল্লেখ্য, মিশা সওদাগর জন্মগ্রহণ করেন ৪ জানুয়ারি, ১৯৬৬ সালে। তিনি এখন পর্যন্ত ৭০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাধারণত খলনায়ক চরিত্রেই পর্দায় দেখা যায় তাকে। বস নাম্বার ওয়ান, অল্প অল্প প্রেমের গল্প এবং বীর ছবিতে তার ভূমিকার জন্য তিনবার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড
ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম এ রায় দেন।
আরো পড়ুন:
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার
খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার রায়ের তথ্য জানিয়েছেন। দুই আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে।
ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সূবর্ণ চন্দ্র দের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৯৬টি জালনোট, ৫০০ টাকার ২০০টি জালনোট ও ২০০ টাকার ৫টি জালনোট জব্দ করা হয়।
এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেন।
রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন। জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে।
ঢাকা/অলোক/বকুল