নেপালের অস্থির রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সফরে। পরিকল্পনা অনুযায়ী বুধবার দেশে ফেরার কথা থাকলেও একদিন আগেই, আজই দলকে ফিরিয়ে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দলের ম্যানেজার আমের খান জানান, “নেপালের পরিস্থিতির কারণে দ্বিতীয় ম্যাচ বাতিল হয়েছে। তাই আর দেরি না করে দলকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। বিমানের সিট মিললেই আজই সবাইকে ফেরানো হবে।”

আরো পড়ুন:

দেশে ফিরেছে ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

দুই মাঠ, এক ম্যাচ: বৃষ্টিভেজা নাটকে ভুটানকে হারাল বাংলাদেশ

বাংলাদেশ দল গত ৩ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে পৌঁছেছিল। প্রথম ম্যাচে গত শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র করে জামাল ভূঁইয়ার দল। আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচটি। কিন্তু চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়।

ফলে আগাম প্রস্তুতির অংশ হিসেবে নেওয়া সফর অসম্পূর্ণ রেখেই আজই দেশে ফিরছেন জামালরা। নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ