নেত্রকোনায় মাদক ও ডাকাতি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার
Published: 18th, September 2025 GMT
নেত্রকোনার মদনে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা আরিফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার সন্ধ্যায় মদন পৌরসভার চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরিফুল ইসলাম মদন সদর ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি মদন দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। গ্রেপ্তারের পর তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মদন অস্থায়ী সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজ এলাকা ও দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৩ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া ডাকাতি মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল সন্ধ্যায় আরিফুল ইসলাম তাঁর পরিবহন প্রতিষ্ঠান মাইজভান্ডারি বাসে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গতকাল রাতে মদন ইউনিয়ন বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফুল ইসলামকে পদ থেকে বহিষ্কার করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আকন্দ ও সাধারণ সম্পাদক জাফর ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, গ্রেপ্তার হওয়া আরিফুল ইসলামের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ডাকাতি মামলা, চট্টগ্রামের লোহাগাড়া থানায় মাদক মামলা, মাদারীপুর সদর থানায় মারামারি মামলা, চট্টগ্রামের বোয়ালখালী থানায় সড়ক পরিবহনের মামলা, নেত্রকোনা মডেল থানায় চুরি ও মাদক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
ওসি আরও বলেন, নেত্রকোনা মডেল থানার একটি মাদক মামলায় ২০২৩ সালে আদালত তাঁকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেন। গতকাল তাঁকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর ফ ল ইসল ম গ র প ত র কর ন ত রক ন গতক ল ব এনপ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট