ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ। আজ এই টুর্নামেন্টের অফিশিয়াল গান ‘ব্রিং ইট হোম’ প্রকাশ করেছে আইসিসি। গানটি গেয়েছেন ভারতের তারকা সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সামাজিক যোগাযোগমাধ্যমে আইসিসি তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এই গানের আংশিক অংশের ভিডিও প্রকাশ করেছে।

এই প্রতিবেদন লেখার সময় আইসিসির এক্স হ্যান্ডলে গানটি প্রকাশের ছয় ঘণ্টার মধ্যে ৫৮ হাজার ভিউ পেয়েছে। আইসিসির ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিউসংখ্যা প্রকাশের ছয় ঘণ্টার মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার। ফেসবুক অ্যাকাউন্টে রিলস হিসেবে প্রকাশিত এই গানের ভিডিওতে লাইকের সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার।

আইসিসির ওয়েবসাইটে প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক আসরে সবাইকে একত্র করাই এ গানের লক্ষ্য। স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, জিওসাভান, ইউটিউব মিউজিক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি উপভোগ করা যাবে বলে জানিয়েছে আইসিসি।

গানটির ‘তারিকিতা তারিকিতা তারিকিতা ধুম’ ও ‘ধাক ধাক উই ব্রিং ইট হোম’ লাইন দুটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আইসিসির প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক আসরে অংশ নিতে যাওয়া প্রত্যেক নারীর ভেতরের আগুন ও স্বপ্নকে ধারণ করে এই গান।

আরও পড়ুনএশিয়া কাপ: সুপার ফোরে কোন দলের ম্যাচ কবে, কখন১ ঘণ্টা আগে

গানটির অফিশিয়াল মিউজিক ভিডিওতে চোখধাঁধানো কোরিওগ্রাফি এবং মেয়েদের ক্রিকেটে বিশেষ কিছু মুহূর্তও সংযোজন করা হয়েছে। প্রধান গায়িকা শ্রেয়া ঘোষাল এই গান নিয়ে বলেছেন, ‘মেয়েদের আইসিসি বিশ্বকাপের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার। এই ইভেন্টের অফিশিয়াল গানটি মেয়েদের ক্রিকেটের ঐক্য, চেতনা ও শক্তিকে লালন করে।’

উপমহাদেশের অন্যতম সেরা সেরা সংগীতশিল্পী ও একাধিকবার ভারতে জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া এরপর বলেন, ‘খেলাটির প্রতি ভালোবাসার মাধ্যমে যে মুহূর্তটা মানুষকে ঐক্যবদ্ধ করে, আমি তার অংশ হতে পেরে এবং কণ্ঠদান করে সম্মানিত বোধ করছি। আশা করি এটা ভক্তদের অনুপ্রাণিত করবে।’

৩০ সেপ্টেম্বর ভারতের গুয়াহাটিতে মেয়েদের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল। ভারত ও শ্রীলঙ্কায় মোট পাঁচটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হবে। আগামী ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

আরও পড়ুনএবার কি লঙ্কা জ্বালাতে পারবে বাংলাদেশ২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প আইস স র এই গ ন প রক শ

এছাড়াও পড়ুন:

স্যামসনের ফিফটিতে ওমানকে ১৮৯ রানের টার্গেট দিল ভারত

এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে ভারত। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারত আগে ব্যাট করতে নামে। সঞ্জু স্যামসনের ফিফটিতে তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে। জিততে ওমানকে করতে হবে ১৮৯ রান।

ভারতের মতো দল ওমানের বিপক্ষে ৮ উইকেট হারাবে সেটা কেউ ভাবেনি। ভারতের যে দশজন ব্যাটসম্যান মাঠে নেমেছিলেন তাদের পাঁচজন কেবল দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে স্যামসন ৪৫ বলে ৩টি চার ও সমান সংখ্যক ছক্কায় ৫৬ রান করেন।

আরো পড়ুন:

ছেচল্লিশে থেমে গেল অভিনেতার জীবন

প্রভাসের ‘কল্কি টু’ থেকে দীপিকা কেন বাদ পড়লেন?

উদ্বোধনী ব্যাটসম্যান মাত্র ১৫ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৩৮ রান। তিলক ভার্মা ১৮ বলে ১টি চার ও ২ ছক্কায় করেন ২৯ রান। আর অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ২৬ রান। যা তিনি করেন মাত্র ১৩ বলে ৩টি চার ও ১ ছক্কায়। হরশিত রানা ১ ছক্কায় করেন ১৩ রান। অতিরিক্ত খাত থেকে আসে আরও ১৩ রান।

বল হাতে শাহ ফয়সাল ৪ ওভারে ১ মেডেনসহ ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন। জিতেন রামানন্দি ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন। আর আমির কালিম ৩ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।

ভারত আগেই সুপার ফোর নিশ্চিত করেছে। অন্যদিকে ওমান বিদায় নিয়েছে। এই ম্যাচটি তাই কেবলই আনুষ্ঠানিকতার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ