ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ। আজ এই টুর্নামেন্টের অফিশিয়াল গান ‘ব্রিং ইট হোম’ প্রকাশ করেছে আইসিসি। গানটি গেয়েছেন ভারতের তারকা সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সামাজিক যোগাযোগমাধ্যমে আইসিসি তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এই গানের আংশিক অংশের ভিডিও প্রকাশ করেছে।

এই প্রতিবেদন লেখার সময় আইসিসির এক্স হ্যান্ডলে গানটি প্রকাশের ছয় ঘণ্টার মধ্যে ৫৮ হাজার ভিউ পেয়েছে। আইসিসির ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিউসংখ্যা প্রকাশের ছয় ঘণ্টার মধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার। ফেসবুক অ্যাকাউন্টে রিলস হিসেবে প্রকাশিত এই গানের ভিডিওতে লাইকের সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার।

আইসিসির ওয়েবসাইটে প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক আসরে সবাইকে একত্র করাই এ গানের লক্ষ্য। স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, জিওসাভান, ইউটিউব মিউজিক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি উপভোগ করা যাবে বলে জানিয়েছে আইসিসি।

গানটির ‘তারিকিতা তারিকিতা তারিকিতা ধুম’ ও ‘ধাক ধাক উই ব্রিং ইট হোম’ লাইন দুটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আইসিসির প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক আসরে অংশ নিতে যাওয়া প্রত্যেক নারীর ভেতরের আগুন ও স্বপ্নকে ধারণ করে এই গান।

আরও পড়ুনএশিয়া কাপ: সুপার ফোরে কোন দলের ম্যাচ কবে, কখন১ ঘণ্টা আগে

গানটির অফিশিয়াল মিউজিক ভিডিওতে চোখধাঁধানো কোরিওগ্রাফি এবং মেয়েদের ক্রিকেটে বিশেষ কিছু মুহূর্তও সংযোজন করা হয়েছে। প্রধান গায়িকা শ্রেয়া ঘোষাল এই গান নিয়ে বলেছেন, ‘মেয়েদের আইসিসি বিশ্বকাপের অংশ হতে পারাটা দারুণ ব্যাপার। এই ইভেন্টের অফিশিয়াল গানটি মেয়েদের ক্রিকেটের ঐক্য, চেতনা ও শক্তিকে লালন করে।’

উপমহাদেশের অন্যতম সেরা সেরা সংগীতশিল্পী ও একাধিকবার ভারতে জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া এরপর বলেন, ‘খেলাটির প্রতি ভালোবাসার মাধ্যমে যে মুহূর্তটা মানুষকে ঐক্যবদ্ধ করে, আমি তার অংশ হতে পেরে এবং কণ্ঠদান করে সম্মানিত বোধ করছি। আশা করি এটা ভক্তদের অনুপ্রাণিত করবে।’

৩০ সেপ্টেম্বর ভারতের গুয়াহাটিতে মেয়েদের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল। ভারত ও শ্রীলঙ্কায় মোট পাঁচটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হবে। আগামী ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

আরও পড়ুনএবার কি লঙ্কা জ্বালাতে পারবে বাংলাদেশ২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প আইস স র এই গ ন প রক শ

এছাড়াও পড়ুন:

ডিসেম্বরে আসছে ২৫০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক

আগামী ডিসেম্বরে আসছে ২ হাজার ৫০০ কোটি টাকার ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’। এই সুকুক ইস্যুর মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

আলোচ্য সুকুক সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে। এর মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার পল্লী এলাকায় সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন ও ঢাল রক্ষণাবেক্ষণ এবং হাট-বাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে প্রকল্প এলাকায় কৃষি-অকৃষি অর্থনীতির সঞ্চালন, গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান সৃষ্টি, পরিবহন ব্যয় ও সময় হ্রাস করা সম্ভব হবে। তাই, সুকুকটির নামকরণ ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ করা হয়েছে।

আরো পড়ুন:

রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় দিল সরকার

সুষ্ঠু নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার: ইসি আনোয়ারুল

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৭ম 'বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক' ইস্যুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের একটি সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদ। 

কমিটির সদস্যরা সুকুক ইস্যুর সম্মতি দিয়েছে। আলোচ্য প্রকল্পটির বিপরীতে ইজারা পদ্ধতিতে ২ হাজার ৫০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি সুকুক ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতোমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে বাংলাদেশ ব্যাংক ২৪ হাজার কোটি টাকার মোট ছয়টি সুকুক ইস্যু করেছে।

ঢাকা/নাজমুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ