বিশ্বকাপ দেখতে প্রথম দফায় ৪৫ লাখ মানুষের আবেদন
Published: 20th, September 2025 GMT
বিশ্বকাপ ফুটবলের সময় যতই ঘনিয়ে আসছে, এ মহোৎসবকে ঘিরে উত্তেজনাও বাড়ছে। টিকিট কিনতে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। গতকাল শুক্রবার ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ বিশ্বকাপে প্রথম ধাপের টিকিট কেনার জন্য লটারিতে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ।
বিশ্বকাপের টিকিট কেনার জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র থেকে। শুক্রবার প্রি–সেল পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিফা। এ পর্যায়ে শুধু ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করার সুযোগ পেয়েছিলেন। আয়োজক অন্য দুই দেশ মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আবেদন করেছেন। তবে দেশভিত্তিক আবেদনকারীর সংখ্যা প্রকাশ করেনি ফিফা।
৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ বিক্রয় পর্ব থেকে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, তা ২৯ সেপ্টেম্বর থেকে মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর আগামী ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকিট কেনার সুযোগ পাবেন তাঁরা।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: ৬০ ডলারেই মিলবে টিকিট, প্রথম দিনেই ১৫ লাখ আবেদন ১২ সেপ্টেম্বর ২০২৫ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘সংখ্যাগুলো শুধু চমকপ্রদই নয়; বরং শক্তিশালী বার্তাও দিচ্ছে। পুরো বিশ্ব চাইছে ফিফা বিশ্বকাপ ২০২৬–এর অংশ হতে, যা হবে ইতিহাসের সবচেয়ে বড়, অন্তর্ভুক্তিমূলক ও রোমাঞ্চকর আয়োজন। কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের ছোট-বড় সব দেশের সমর্থকেরা আবারও প্রমাণ করলেন, ফুটবলের প্রতি আবেগই মানুষকে একত্র করে। সবাই তিন আয়োজক দেশে খেলা দেখার জন্য মুখিয়ে আছেন।’
বিশ্বকাপ ফুটবল নিয়ে জমছে উত্তেজনা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
সেন্ট যোসেফের উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি, নিয়ম প্রকাশ
সেন্ট যোসেফের উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের তৃতীয় শ্রেণিতে বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
জেনে রাখুন
১. তৃতীয় শ্রেণিতে ভর্তির আবেদন বিদ্যালয়ে অফিস থেকে ২০ সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে, চলবে ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
২. আবেদনকারীর অভিভাবক ওপরে উল্লিখিত বুথ থেকে ফরম (বাংলা বা ইংরেজি মাধ্যম) সংগ্রহ করতে পারবেন।
৩. একজন প্রার্থী শুধু একটি ফরম সংগ্রহ করতে পারবেন। স্কুলের গেট বন্ধ হয় দুপুর ১২:৩০টায়।
৪. অভিভাবককে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করার প্রমাণ (ইলেকট্রনিক নয়) উপস্থাপন করতে হবে নম্বরপত্রের রিপোর্ট কার্ড বা ফি প্রদানের অর্থ রসিদ।
আরও পড়ুনহলিক্রস স্কুলে ২০২৬ সালে দিবা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তি, জেনে নিন নিয়ম১৪ সেপ্টেম্বর ২০২৫দরকারি তথ্য
১. জাতীয় পাঠ্যক্রম: ২০২৫ সালে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা, যাদের বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ৮ বছর (৭.৫ থেকে ৮.৫ বছর) তারা আবেদন করতে পারবে।
২. বিদেশি পাঠ্যক্রম: ইংরেজি মাধ্যম পাঠ্যক্রমের শিক্ষার্থীরা (জুলাই থেকে জুন সেশন), ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করা এবং বয়সসীমা একই।
আবেদন সংগ্রহের বিস্তারিত
ক. ১০০০ টাকা (সঠিক পরিমাণ এবং ফেরতযোগ্য নয়)
খ. দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা থাকার প্রমাণপত্র ২০২৫ সালের দ্বিতীয় শ্রেণির নম্বরপত্রের রিপোর্ট কার্ড বা টিউশন ফি রসিদ, বুথে জমা দিতে হবে এবং জমা দেওয়ার সময় ফরমের সঙ্গে একই নথি সংযুক্ত করতে হবে।
গ. ফরমটি সঠিক এবং বৈধ তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং অভিভাবকদের স্বাক্ষর করতে হবে।
আরও পড়ুনপ্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় চান না সাত কলেজের শিক্ষকেরা৩ ঘণ্টা আগে২০২৫ সালে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা, যাদের বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ৮ বছর তারা আবেদন করতে পারবে