ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে পারিবারিক কলহের জেরে রোকেয়া খাতুন ও তার মেয়ে ঝুমুর খাতুনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গ্রামের কশাইপাড়ায় তাদের মারধর করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রোকেয়ার মা আমেনা খাতুন।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ

নেত্রকোণায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

আহতদের স্বজনরা জানান, পোড়াহাটি গ্রামের নকিব উদ্দিনের ছেলে সিহাবের সঙ্গে তিন বছর আগে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুর সুজন, শ্বশুর নকিবসহ পরিবারের লোকজন যৌতুকসহ নানা কারণে ঝুমুরকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন।

সোমবার (১৩ অক্টোবর) ঝুমুরকে মারধর করা হয়েছে এমন সংবাদ পান রোকেয়া খাতুন। আজ সকালে তিনি মেয়ের বাড়িয়ে যান। মারধরের কারণ জিজ্ঞেস করলে ঝুমুরের ভাসুর সুজন, তার স্ত্রী চুমকি এবং শ্বশুর নকিব উদ্দিন মিলে রোকেয়া ও ঝুমুরকে মারধর করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। 

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুইজনকে মারধরের ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর আহত অভ য গ ঝ ন ইদহ সদর ম রধর

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩০ যাত্রী আহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। 

গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

টাঙ্গাইলে মহাসড়ক থেকে সরলেন আন্দোলনকারীরা, যান চলাচল স্বাভাবিক 

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস মহাসড়কের শাহপুর হরিতলা এলাকায় পৌঁছলে অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি উল্টে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। 

তিনি আরো জানান, আহতদের কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক। বাসটি উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 
 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩০ যাত্রী আহত