আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা দশটি ছোট্ট দ্বীপ। নাম তাদের কেপ ভার্দে। জনসংখ্যা মাত্র পাঁচ লাখের কিছু বেশি। ঢাকার একটি থানা এলাকার চেয়েও কম। অথচ সেই দেশই লিখে ফেলল এক বিস্ময়গাথা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা!

এসওয়াতিনির বিপক্ষে সোমবারের ৩-০ গোলের জয়ে পূর্ণতা পেল তাদের দুই দশকের স্বপ্ন। ডেইলন লিভ্রামেন্টো, উইলি সেমেডো ও স্টোপিরার গোলগুলো যেন শুধু ম্যাচ জেতায়নি, জিতিয়েছে গোটা জাতির গর্ব, আত্মবিশ্বাস আর আবেগ। প্রাইয়ার ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট্ট স্টেডিয়ামটা মুহূর্তেই রূপ নিয়েছিল আনন্দমেলায়। নাচ, গান আর উল্লাসে মুখর ছিল পুরো শহর।

আরো পড়ুন:

২০২৬ বিশ্বকাপের টিকিট পেল সালাহর মিশর

আলজেরিয়ার জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ব্লু শার্কস নামে পরিচিত কেপ ভার্দে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তারা পিছনে ফেলেছে আফ্রিকার পরাশক্তি ক্যামেরুনকে, যারা এর আগে আটবার খেলেছে বিশ্বকাপের মূল পর্বে।

ফিফা র‍্যাংকিংয়ে এখন তাদের অবস্থান ৭০তম। ১২ দলের ঘরোয়া লিগ থাকা দেশটির ফুটবল অনেকটাই নির্ভর করে প্রবাসী খেলোয়াড়দের ওপর। তাদের এক খেলোয়াড়, আইরিশ ক্লাব শ্যামরক রোভার্সের রবার্তো লোপেজকে তো জাতীয় দলে ডাক দেওয়া হয়েছিল লিঙ্কডইনের মাধ্যমে! এমন গল্প ফুটবলের জগতে বিরলই বটে।

১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর ২০০২ সালে কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা শেষে অবশেষে তারা ছুঁয়ে ফেলল বিশ্বমঞ্চের আলো।

আফ্রিকা কাপ অব নেশনসেও দেশটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। ২০১৩ সালে অভিষেকেই খেলেছিল কোয়ার্টার ফাইনালে, ২০২৩ সালেও ছিল শেষ আটে। এবার ক্যামেরুনকে হারিয়ে, লিবিয়ার মাঠে রোমাঞ্চকর ড্র করে, আর এসওয়াতিনিকে হারিয়ে তারা পৌঁছে গেছে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই অর্জনকে বলেছেন, “অসাধারণ প্রেরণার উৎস”। যা কেপ ভার্দের তরুণ প্রজন্মকে নতুন করে স্বপ্ন দেখাবে, ফুটবলে বিশ্বাস যোগাবে।

আইসল্যান্ডের পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে কেপ ভার্দে এখন কেবল একটি নাম নয়, এটি এক আশার প্রতীক। যে প্রমাণ করে, স্বপ্নের মাপ জনসংখ্যায় নয়, বিশ্বাসে।

২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাঠে এখন অপেক্ষা আফ্রিকার নতুন প্রতিনিধি কেপ ভার্দের নীল হাঙরদের জন্য, যারা বিশ্বকে দেখাতে চায় সমুদ্রের ঢেউয়ের মতো তাদের আবেগও অদম্য।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই ফ টবল ব শ বক প র ফ টবল

এছাড়াও পড়ুন:

এমআইএসটিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) এমআইএসটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২৭ ডিসেম্বর এমআইএসটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এইচএসসির ফলাফল প্রকাশের পরপরই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

আরও পড়ুনবিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফ্রি অনলাইন কোর্স: নেই নিবন্ধন ফি বা সময়সীমা১১ অক্টোবর ২০২৫

এর আগে এই শিক্ষা বর্ষে মেডিকেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির তারিখ ঘোষণা করেছে।  দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা০৫ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাষ্ট্রে স্বল্প খরচে পড়াশোনার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান
  • লুসাইলের মঞ্চে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন
  • ২০২৬ সালের নির্বাচন কেবল একটি তারিখ নয়
  • পর্তুগাল বিশ্ব যুব ফোরাম, আইইএলটিএস ছাড়াই আবেদন
  • এমআইএসটিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড প্রোগ্রামের সুযোগ, যোগ্যতা স্নাতক পাস
  • পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত ২য় ব্যাচের প্রশিক্ষণ শুরু