জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে এই অনিশ্চয়তায় তৈরি হয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় আজ বুধবার সন্ধ্যা ছয়টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সেমিফাইনালে উঠেই শিরোপায় চোখ জারিফের
৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে–৩০ প্রতিযোগিতায় আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের তরুণ জারিফ আবরার। জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ ভারতের শৌনক চ্যাটার্জিকে ২–১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জারিফ। আগামীকাল শেষ চারে তাঁর প্রতিপক্ষ থাইল্যান্ডের আরিয়াফোল লেকুল।
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেই জারিফের চোখ এখন শিরোপায়। ম্যাচের পর বললেন, ‘ইনশাআল্লাহ, সেমিফাইনালে একটা ভালো ম্যাচ খেলব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারব, সেই আত্মবিশ্বাসটাও আছে।’
আরও পড়ুনবাংলাদেশকে ধসিয়ে দিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে রশিদ ও আজমত১ ঘণ্টা আগেশৌনকের বিপক্ষে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন জারিফ। প্রায় পৌনে তিন ঘণ্টার রোমাঞ্চকর লড়াই শেষে বিজয়ের হাসি ফোটে এই বাংলাদেশির মুখে। প্রথম সেট থেকেই দুজনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শুরুটা অবশ্য ভালো হয়নি জারিফের, ৫–৭ গেমে হেরে যান প্রথম সেট। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ৬–২ গেমে জিতে সমতা ফেরান।
জারিফ আবরারের উল্লাস