বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ের উপদেষ্টা ডঃ আসিফ নজরুলের কাছে নারায়ণগঞ্জের দুই কোর্ট একত্রে রাখার জন্য নতুন একটি ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান।

‎নারায়ণগঞ্জের আদালতে ই-বেইলবন্ড প্রবর্তন : ন্যায়বিচারে সহজগম্যতা’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আইন উপদেষ্টার কাছে এই দাবি জানান তিনি। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এডভোকেট আনোয়ার প্রধান বলেন, নারায়ণগঞ্জে ই-বেইলবন্ড চালু করায় নারায়ণগঞ্জের সকল আইনজীবীদের পক্ষ থেকে আইন উপদেষ্টা মহোদয় সহ আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সুবর্ণ সুযোগ পেয়ে আমরা ধন্য।

‎তিনি বলেন, আজ আপনাকে কাছে পেয়ে আমরা আমাদের একটি সমস্যা সমাধানের দাবি জানাবো। বিতাড়িত ফ্যাসিবাদ সরকার নারায়ণগঞ্জের সকল আইনজীবীদের মতামতকে উপেক্ষা করে একটি ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করেছিল কিন্তু সেটা এখান থেকে অনেক দূরে শহরের ভেতরে হওয়ায় সেখানে কোনো আইনজীবী যায় নাই।

আমি আইন মন্ত্রনালয়ের কাছে দাবি জানাবো আমাদের জজ কোর্টের সামনে পশ্চিমাংশে অনেকখানি খালি জায়গা রয়েছে যেখানে কোনো স্থাপনা নেই। মাননীয় উপদেষ্টা মহোদয় যদি আমাদের সেখানে একটি ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করে দেন তাহলে আমরা নারায়ণগঞ্জের সকল আইনজীবীসহ নারায়ণগঞ্জবাসী আপনার কাছে কৃতজ্ঞ থাকব।

এতে করে জজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট একসাথে থাকবে যা আমাদের নারায়ণগঞ্জের আইনজীবীদের দীর্ঘদিনের প্রানের দাবি।

‎তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ শহরের চাষাড়া হচ্ছে একটি দুর্ভোগের এলাকা। নারায়ণগঞ্জের মানুষ সারা দেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে কিন্তু চাষাড়া যেতে চায় না। তাই আমরা চাষাড়া শহর পার হয়ে ওই পুরাতন ম্যাজিস্ট্রেট ভবনে যেতে চাই না।

আমাদের জন্য এখানে একটি ভবন তৈরীর ঘোষণা দিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীগনের পক্ষ থেকে আবারো কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.

জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান, অ্যাড. আব্দুল বারি ভূঁইয়া, বর্তমান সভাপতি অ্যাড. সরকার হুমায়ুন কবির, মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম য জ স ট র ট ভবন র সকল আইনজ ব ন র য়ণগঞ জ র ল আইনজ ব উপদ ষ ট আম দ র

এছাড়াও পড়ুন:

ঐক্যবদ্ধভাবে কাজ করেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলীয় ঐক্যের বার্তা দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদ। তিনি বলেন, “এই আসনে প্রতিযোগিতা হবে, কিন্তু দ্বন্দ্ব হবে না। ঐক্যবদ্ধভাবে কাজ করেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।”

মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুরে সোনারগাঁয়ের একটি অভিজাত রিসোর্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি দলের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “২০১৭ সাল থেকে আমি জেলা বিএনপির রাজনীতির সঙ্গে আছি। সাধারণ সম্পাদক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। দলের প্রতি আনুগত্য আর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করেই আমি মাঠে নামছি। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

তিনি জানান, এই আসনে বিএনপির চারজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। কিন্তু এটিকে দ্বন্দ্ব নয়, বরং প্রতিযোগিতা হিসেবে দেখার আহ্বান জানান তিনি। “প্রতিযোগিতা দলকে শক্তিশালী করবে, দ্বন্দ্ব নয়। সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করব।”

সোনারগাঁয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “শিক্ষার হার ও মান উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জরুরি চিকিৎসা, নদী-খাল-বিল রক্ষা, এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ—এসবই আমার অঙ্গীকার।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, আর গণতন্ত্র রক্ষায় সাংবাদিকরা হচ্ছেন আমাদের বড় শক্তি।”

সভা শেষে তিনি বলেন, “আমি কোনো বলয় গড়তে আসিনি, কাউকে বাদ দিতে আসিনি। সবাই মিলে কাজ করলেই বিজয় আমাদের হবে। আসুন মিলেমিশে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের সমাজ গড়ি। ধানের শীষে ভোট দিন।”

এই সময় নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী
  • সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
  • ২৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ
  • ঐক্যবদ্ধভাবে কাজ করেই ধানের শীষের বিজয় নিশ্চিত করবো : মামুন মাহমুদ
  • ব্রাহ্মণবাড়িয়ায় বাবাকে হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড 
  • জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে ‘জুলাই যোদ্ধা’কে নির্যাতনের অভিযোগে মামলা
  • বিএনপি নেতার জামিন নামঞ্জুর, আইনজীবীর উপর হামলার চেষ্টা
  • কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ বাতিল চেয়ে সাবেক ১১ কর্মীর রিট
  • কোনো অভিযোগ ছাড়াই আটক চিকিৎসক সাফিয়াকে কেন মুক্তি দেবে না ইসরায়েল