বর্তমান সরকার নিরপেক্ষ নয়: জিএম কাদের
Published: 16th, October 2025 GMT
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়। এ কারণে সরকার পরিবর্তন প্রয়োজন। এ সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবেন, দেশের জন্য ততই মঙ্গল। বর্তমান অবক্ষয় থেকে দেশকে রক্ষা করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। সেটা এ সরকারের অধীনে সম্ভব নয়। এজন্য তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে সে সরকারের অধীনে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
আরো পড়ুন:
কাজী মামুনকে ফাঁসানো হয়েছে: যুব সংহতি
জার্মান রাষ্ট্রদূতের সাথে জাপা নেতাদের সাক্ষাৎ
জিএম কাদের আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে চরম অনিশ্চয়তা ও অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষদের এখন পৃথিবীর প্রায়ই দেশে ভিসা প্রদান করতে চাচ্ছেন না। একইভাবে ওই দেশের জনগণকেও বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। এককথায় বলা যায়, অশান্তির জন্য কোনো নোবেল বা আন্তর্জাতিক পুরস্কার থাকলে বাংলাদেশ তার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হতে পারে।
কাকরাইল অফিসের সামনে আয়োজিত কর্মী সমাবেশ পুলিশি হামলার প্রসঙ্গে জিএম কাদের বলেন, হঠাৎ করে কোনা ধরনের উস্কানি ছাড়াই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ জলকামান দিয়ে পানি নিক্ষেপ করা শুরু করে। উপস্থিত নেতারা কিছু বুঝে ওঠার পূর্বেই জনবহুল সমাবেশের মাঝখানে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং পরবর্তীতে টিয়ার গ্যাস নিক্ষেপে করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ কিংকর্তব্য বিমূঢ় হয়ে প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করলে পুলিশ তাদের ওপর লাটিচার্জ করে, এতে আমাদের নেতাকর্মী আহত হয়েছেন।
তার মতে, সরকারি বাহিনীর এমন কর্মকাণ্ড অন্তবর্তী সরকারের ইচ্ছার প্রতিফলন।
কাদের বলেন, সরকারের এমন পক্ষপাতমূলক আচরণ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করে না। এই সরকার কোনো নিরপেক্ষ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে যে ইচ্ছুক নয়, আমাদের মতো নিবন্ধিত দলের স্বাভাবিক শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বাধাদান তার বহিঃপ্রকাশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ইঞ্জিনিয়ার নিয়ার মাইনুল রাব্বি চৌধুরী, দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।
ঢাকা/নঈমুদ্দীন/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ এম ক দ র সরক র র
এছাড়াও পড়ুন:
বর্তমান সরকার নিরপেক্ষ নয়: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়। এ কারণে সরকার পরিবর্তন প্রয়োজন। এ সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবেন, দেশের জন্য ততই মঙ্গল। বর্তমান অবক্ষয় থেকে দেশকে রক্ষা করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। সেটা এ সরকারের অধীনে সম্ভব নয়। এজন্য তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে সে সরকারের অধীনে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
আরো পড়ুন:
কাজী মামুনকে ফাঁসানো হয়েছে: যুব সংহতি
জার্মান রাষ্ট্রদূতের সাথে জাপা নেতাদের সাক্ষাৎ
জিএম কাদের আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে চরম অনিশ্চয়তা ও অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষদের এখন পৃথিবীর প্রায়ই দেশে ভিসা প্রদান করতে চাচ্ছেন না। একইভাবে ওই দেশের জনগণকেও বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। এককথায় বলা যায়, অশান্তির জন্য কোনো নোবেল বা আন্তর্জাতিক পুরস্কার থাকলে বাংলাদেশ তার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হতে পারে।
কাকরাইল অফিসের সামনে আয়োজিত কর্মী সমাবেশ পুলিশি হামলার প্রসঙ্গে জিএম কাদের বলেন, হঠাৎ করে কোনা ধরনের উস্কানি ছাড়াই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ জলকামান দিয়ে পানি নিক্ষেপ করা শুরু করে। উপস্থিত নেতারা কিছু বুঝে ওঠার পূর্বেই জনবহুল সমাবেশের মাঝখানে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং পরবর্তীতে টিয়ার গ্যাস নিক্ষেপে করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ কিংকর্তব্য বিমূঢ় হয়ে প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করলে পুলিশ তাদের ওপর লাটিচার্জ করে, এতে আমাদের নেতাকর্মী আহত হয়েছেন।
তার মতে, সরকারি বাহিনীর এমন কর্মকাণ্ড অন্তবর্তী সরকারের ইচ্ছার প্রতিফলন।
কাদের বলেন, সরকারের এমন পক্ষপাতমূলক আচরণ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করে না। এই সরকার কোনো নিরপেক্ষ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে যে ইচ্ছুক নয়, আমাদের মতো নিবন্ধিত দলের স্বাভাবিক শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বাধাদান তার বহিঃপ্রকাশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ইঞ্জিনিয়ার নিয়ার মাইনুল রাব্বি চৌধুরী, দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।
ঢাকা/নঈমুদ্দীন/ফিরোজ