Prothomalo:
2025-10-16@10:18:49 GMT

এ যুগেও কেন কে–পপ সিডির রমরমা

Published: 16th, October 2025 GMT

২২ আগস্ট কার্মা অ্যালবাম প্রকাশ করে রীতিমতো আলোড়ন তোলে স্ট্রে কিডস। প্রথম সপ্তাহেই দক্ষিণ কোরিয়ায় ৩০ লাখ কপি বিক্রির রেকর্ড গড়ে জনপ্রিয় এই কে–পপ গ্রুপ। কোরিয়ার বাইরে যুক্তরাষ্ট্রেও অ্যালবামটি সাড়া ফেলেছে, এক মাসে ৪ লাখ কপি বিক্রি হয়েছে।

স্পটিফাই, ইউটিউব মিউজিকের রমরমা সময়ে বিশ্বজুড়েই সিডিতে অ্যালবাম বিক্রি তলানিতে নেমেছে। তবে কে–পপের চিত্রটা আলাদা, এখনো তাদের সিডি কিনতে হুমড়ি খেয়ে পড়েন শ্রোতা। সংগীত নিয়ে ডেটা প্রদানকারী প্রতিষ্ঠান লুমিনেট জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ১০ অ্যালবামের ৭টিই ছিল কে–পপ অ্যালবাম। তালিকার শীর্ষে রয়েছেন টেইলর সুইফট, তাঁর আলোচিত অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট ১৫ লাখের বেশি কপি বিক্রি হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্রে কিডসের অ্যালবাম এইট; যুক্তরাষ্ট্রে অ্যালবামটির ৪ লাখ ৪২ হাজার কপি বিক্রি হয়েছে। পঞ্চম স্থানে রয়েছে কে–পপ গ্রুপটির আরেক অ্যালবাম হোপ, এটি বিক্রি হয়েছে ২ লাখ ৪৮ হাজার কপি। তৃতীয় স্থানে থাকা কে–পপ গ্রুপ এনহাইপেনের স্টুডিও অ্যালবাম রোমান্স: আনটোল্ড ৩ লাখ ৬৩ হাজার কপি বিক্রি হয়েছে। তালিকায় থাকা বাকি কে–পপ গ্রুপগুলো হলো আটিজ, টুমরো অ্যান্ড টুগেদার ও টোয়াইস।

আরও পড়ুনকী আছে এই কোরীয় সিরিজে০৩ আগস্ট ২০২৫তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্রে কিডসের অ্যালবাম ‘এইট’.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পপ গ র প

এছাড়াও পড়ুন:

এ যুগেও কেন কে–পপ সিডির রমরমা

২২ আগস্ট কার্মা অ্যালবাম প্রকাশ করে রীতিমতো আলোড়ন তোলে স্ট্রে কিডস। প্রথম সপ্তাহেই দক্ষিণ কোরিয়ায় ৩০ লাখ কপি বিক্রির রেকর্ড গড়ে জনপ্রিয় এই কে–পপ গ্রুপ। কোরিয়ার বাইরে যুক্তরাষ্ট্রেও অ্যালবামটি সাড়া ফেলেছে, এক মাসে ৪ লাখ কপি বিক্রি হয়েছে।

স্পটিফাই, ইউটিউব মিউজিকের রমরমা সময়ে বিশ্বজুড়েই সিডিতে অ্যালবাম বিক্রি তলানিতে নেমেছে। তবে কে–পপের চিত্রটা আলাদা, এখনো তাদের সিডি কিনতে হুমড়ি খেয়ে পড়েন শ্রোতা। সংগীত নিয়ে ডেটা প্রদানকারী প্রতিষ্ঠান লুমিনেট জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হওয়া শীর্ষ ১০ অ্যালবামের ৭টিই ছিল কে–পপ অ্যালবাম। তালিকার শীর্ষে রয়েছেন টেইলর সুইফট, তাঁর আলোচিত অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট ১৫ লাখের বেশি কপি বিক্রি হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্রে কিডসের অ্যালবাম এইট; যুক্তরাষ্ট্রে অ্যালবামটির ৪ লাখ ৪২ হাজার কপি বিক্রি হয়েছে। পঞ্চম স্থানে রয়েছে কে–পপ গ্রুপটির আরেক অ্যালবাম হোপ, এটি বিক্রি হয়েছে ২ লাখ ৪৮ হাজার কপি। তৃতীয় স্থানে থাকা কে–পপ গ্রুপ এনহাইপেনের স্টুডিও অ্যালবাম রোমান্স: আনটোল্ড ৩ লাখ ৬৩ হাজার কপি বিক্রি হয়েছে। তালিকায় থাকা বাকি কে–পপ গ্রুপগুলো হলো আটিজ, টুমরো অ্যান্ড টুগেদার ও টোয়াইস।

আরও পড়ুনকী আছে এই কোরীয় সিরিজে০৩ আগস্ট ২০২৫তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্রে কিডসের অ্যালবাম ‘এইট’

সম্পর্কিত নিবন্ধ