১৯৯৫ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ভক্তিমূলক গানে জাতীয় পর্যায়ে তৃতীয় হন মাহাদী। পরের বছর জাতীয় শিক্ষা সপ্তাহে লোকগীতে প্রথম। ২০০৫ সাল বন্ধু ও শিক্ষকদের উৎসাহে ‘ক্লোজআপ ওয়ান’-এ নাম লেখান। একে একে বেশ কটি পর্ব পেরিয়ে জায়গা করে নেন সেরা এগারোতে। যদিও সেরা দশে থেমে গিয়েছিল যাত্রা, তবে তত দিনে দেশজুড়ে পরিচিতি পেয়ে যান মাহাদী। নিজ শহরে পোস্টারিং, ভক্তদের উচ্ছ্বাস—এসবই ছিল জীবনের স্মরণীয় মুহূর্ত।

অনেকে ভাবেন আমি বিরতিতে ছিলাম, আসলে সব সময়ই কাজ করেছি। তবে সংখ্যার চেয়ে ভালো গানের দিকেই মনোযোগ দিয়েছি। শ্রোতাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা ছিল সব সময়।মাহাদী ফয়সাল

কাভার গান নিজের গান
‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার পর শুরু হয় কনসার্ট নিয়ে ব্যস্ততা। ২০০৭ সালে গানচিল মিউজিক থেকে প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘বন্দনা’। আসিফ ইকবালের লেখা ও প্রিন্স মাহমুদের সুরে ‘সুনীল-বরুণা’ তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ‘ক্লোজআপ ওয়ানে পরিচিতি এসেছিল গান কাভার করে, কিন্তু “সুনীল-বরুণা” আমাকে নিজের গান দিয়েই পরিচিত করেছে,’ বলেন মাহাদী।

২০০৯ সালে এলিটার সঙ্গে ডুয়েট অ্যালবাম অন্তহীন। ‘হৃদয়ের ঝড়ে’, ‘নিঝুম রাত’, ‘ভোরের শিশির’ গানগুলো দিয়ে মাহাদী-এলিটা জুটি জনপ্রিয়তা অর্জন করে। কনসার্টেও ব্যস্ততা বাড়তে থাকে। ২০১১ সালে আসে দ্বিতীয় একক অ্যালবাম ‘অন্যরকম’, আর ২০১৫ সালে এলিটার সঙ্গে ‘চল অন্তহীন’।

মাহাদী ফয়সাল। সাজিদ হোসেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর চ ত

এছাড়াও পড়ুন:

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

দিনাজপুরে শীতের আমেজ দিনদিন বাড়ছে। ভোরবেলা ও গভীর রাতে কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ। সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশিমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।

আরো পড়ুন:

চায়ের রাজ্যে শীতের দাপট 

দিনাজপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি, তেঁতুলিয়ার কত? 

তিনি আরো জানান, সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৫, রংপুরে ১৫.২, সৈয়দপুর ১৪.৪, নীলফামারীর ডিমলায় ১৩.৭, বগুড়ায় ১৬.২, পাবনার ঈশ্বরদীতে ১৪.২, রাজশাহীতে ১৪.০, কুড়িগ্রামের রাজারহাটে ১৩.৫, নওগাঁর বদলগাছিতে ১৪.২, যশোরে ১৪.৪, চুয়াডাঙ্গায় ১৪.৭ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ