ঈশ্বরদীতে সংঘর্ষ চলাকালে লুট হওয়া ৯ মোটরসাইকেল উদ্ধার
Published: 1st, December 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের সময় লুট হওয়া ৯টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধার বাড়ির পাশের বাঁশঝাড় ও জঙ্গল থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার হয়।
মক্কেল মৃধা পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী।
আরো পড়ুন:
কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল জব্দ
বহিরাগতদের মোটরসাইকেলের ধাক্কায় পা ভাঙল রাবি শিক্ষার্থীর, প্রতিবাদে মানববন্ধন
মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। সেগুলো ঈশ্বরদী থানায় জমা দেওয়া হয়েছে।”
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম জানান, সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক এবং জামায়াতের দায়ের করা মামলার প্রধান আসামি মক্কেল মৃধার বাড়ির পাশ থেকে মোটরসাইকেলগুলো পাওয়া যায়। বাকি মোটরসাইকেলগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৭ নভেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। জামায়াতের দাবি, হামলার সময় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং প্রায় ৪০টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় বিএনপির কর্মীরা।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড.
ঈশ্বরদীতে সংঘর্ষের ওই ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পাল্টাপাল্টি মামলা করেছে জামায়াত ও বিএনপি। এর মধ্যে উপজেলার সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধার ছেলে বাঁধন হাসান আলিমের করা মামলায় পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলকে আসামি করা হয়েছে। এই মামলায় ৩২ জনের নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।
অপরদিকে, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম বাদী হয়ে একই থানায় ৩৮ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধাকে। এই মামলায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ঢাকা/শাহীন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র স হ প র ইউন স ঘর ষ ব এনপ উপজ ল
এছাড়াও পড়ুন:
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
দিনাজপুরে শীতের আমেজ দিনদিন বাড়ছে। ভোরবেলা ও গভীর রাতে কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ। সোমবার (১ ডিসেম্বর) ভোর ৬টায় এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশিমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।
আরো পড়ুন:
চায়ের রাজ্যে শীতের দাপট
দিনাজপুরের তাপমাত্রা ১৪.২ ডিগ্রি, তেঁতুলিয়ার কত?
তিনি আরো জানান, সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩.৫, রংপুরে ১৫.২, সৈয়দপুর ১৪.৪, নীলফামারীর ডিমলায় ১৩.৭, বগুড়ায় ১৬.২, পাবনার ঈশ্বরদীতে ১৪.২, রাজশাহীতে ১৪.০, কুড়িগ্রামের রাজারহাটে ১৩.৫, নওগাঁর বদলগাছিতে ১৪.২, যশোরে ১৪.৪, চুয়াডাঙ্গায় ১৪.৭ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
ঢাকা/মোসলেম/মাসুদ