ছবি: ফেসবুক

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর ডিনার, গুঞ্জন

মাসখানেক আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে পপ তারকা কেটি পেরির বাগদান ভেঙেছে। এবার তাঁর সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাম জড়িয়েছে। গত সোমবার কানাডার মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খেতে দেখা গেছে তাঁদের। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।

রেস্তোরাঁয় দুজনের ছবি প্রকাশ করেছে টিএমজেড। টিএমজেডের বরাতে মার্কিন সাময়িকী পিপল জানিয়েছে, কেটি পেরি ও জাস্টিন ট্রুডো একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। ৪০ বছর বয়সী পেরি ও ৫৩ বছর বয়সী ট্রুডোকে মন্ট্রিয়লের লে ভিওলন রেস্তোরাঁয় দেখা গেছে। রাতের খাবার খাওয়ার সময় তাঁরা রেস্টুরেন্টের শেফ ড্যানি স্মাইলসের সঙ্গে দেখা করেন এবং খাওয়া শেষে রান্নাঘরে গিয়ে কর্মীদের ধন্যবাদ জানান।

আরও পড়ুনপাঁচটি অ্যালবামের স্বত্ব বেচলেন কেটি পেরি২৪ সেপ্টেম্বর ২০২৩

পেরি ও ট্রুডো লবস্টারসহ নানা পদ দিয়ে রাতের খাবার সেরেছেন। বিষয়টি নিয়ে পেরির কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করেননি। ট্রুডোর প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
গত জুনে কেটি পেরি ও ৪৮ বছর বয়সী অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে এসেছে। কয়েক সপ্তাহ পর তাঁদের প্রতিনিধি জানান, এই বিচ্ছেদ হুট করে নয়, কয়েক পর ধরেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের প্রতিনিধি আরও জানান, সাবেক এই দম্পতি চার বছর ছয় মাস বয়সী মেয়ে ডেইজি ডাভের কল্যাণে সব সময় একসঙ্গে থেকেছেন এবং তার চাহিদাকেই প্রাধান্য দিচ্ছেন।

জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ২০২৩ সালের আগস্টে, ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটানোর ঘোষণা দেন। তাঁরা জানান, এটি ছিল পারস্পরিক সম্মানের ভিত্তিতে নেওয়া শান্তিপূর্ণ সিদ্ধান্ত। এই দম্পতির তিন সন্তান রয়েছে—১৭ বছর বয়সী জেভিয়ার, ১৬ বছর বয়সী এলা গ্রেস এবং ১১ বছর বয়সী হাদ্রিয়েন।

জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের বিচ্ছেদের সময় ইনস্টাগ্রামে ইংরেজি ও ফরাসি দুই ভাষায় একটি পোস্টে ট্রুডো লেখেন, ‘সোফি ও আমি আপনাদের জানাতে চাই যে বহু গভীর ও কঠিন আলাপের পর আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ট্রুডো আরও লেখেন, ‘আমরা সব সময় একটি ঘনিষ্ঠ পরিবার হিসেবে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রেখেছি এবং আমরা যা কিছু গড়েছি ও গড়ে তুলব—তার প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের সন্তানদের মঙ্গলের জন্য, আমরা অনুরোধ করছি যেন আপনারা আমাদের এবং আমাদের সন্তানদের গোপনীয়তা রক্ষা করেন। ধন্যবাদ।’

সম্পর্কিত নিবন্ধ