মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান জানান, খোলা অবস্থায় যত্রতত্র বর্জ্য ফেলে রেখে বায়ুদূষণের অপরাধের জন্য দুই ধারায় ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ অর্থ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কোম্পানিকে ৬ মাসের মধ্যে বায়ুদূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেধে দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

শেরপুরে চালকলে টাস্কফোর্সের অভিযান, জরিমানা

সরাইলে পলিথিন উৎপাদনকারীকে কারাদণ্ড

কোম্পানির পক্ষে জেনারেল ম্যানেজার মো.

মোস্তাফিজুর রহমানকে অর্থদণ্ড করা হয়।

অভিযানে পরিবেশের অপর স্পেশাল ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ থানা পুলিশের দুটি দল উপস্থিত ছিলেন। 

ঢাকা/রতন/বকুল

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ