Risingbd:
2025-05-01@05:19:35 GMT

সাফল্যের এক দশকে ধ্রুব গুহ

Published: 14th, January 2025 GMT

সাফল্যের এক দশকে ধ্রুব গুহ

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ। অল্প সংখ্যক গানে কণ্ঠ দিয়েও কম সময়ের মধ্যে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তার জন্মদিন। বিশেষ দিনটিকে ঘিরে তেমন কোনো পরিকল্পনা নেই এই সংগীতশিল্পীর।

সংগীতশিল্পী ধ্রুব গুহ এরই মধ্যে গানের ভুবনেও এক দশক পূর্ণ করলেন। গানে গানে এক দশক ও জন্মদিন নিয়ে ধ্রুব গুহ বলেন, “এভাবে কিন্তু ভাবিনি আমি, সত্যিই হিসাব কষতে গিয়ে দেখি, দেখতে দেখতে গানের ভুবনে আমার পথচলার এক দশকই হয়ে গেল। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রথম গানের শুরু থেকে শেষ গান পর্যন্ত— যারা নানাভাবে সম্পৃক্ত ছিলেন।”

জন্মদিনে কোনো আয়োজন করেননি ধ্রুব গুহ। এ তথ্য জানিয়ে তিনি বলেন, “সৃষ্টিকর্তার অসীম কৃপায় সুস্থ আছি, ভালো আছি। সবচেয়ে বড় কথা আমার মাথার ওপর আমার আশীর্বাদ হয়ে আমার বাবা-মা আছেন। আর জন্মদিন নিয়ে বিশেষ কিছুই করছি না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হোক, এটাই শুধু চাওয়া। সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে আসুক। জন্মদিনে সবার দোয়া আর ভালোবাসা চাই। সবশেষ আমার শ্রোতাদের কাছে কৃতজ্ঞতা। তাদের জন্যই আজ আমার এই অর্জন।”

আরো পড়ুন:

গায়িকা নেহা কাক্করকে গ্রেপ্তারের ছবির সত্যতা কী?

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫
আফগানিস্তানের দল ঘোষণা, ফিরলেন ইব্রাহিম

ধ্রুব গুহর গাওয়া জনপ্রিয় গানগুলো হলো— ‘শুধু তোমার জন্য’, ‘আদরে রাখিও বন্ধু’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’, ‘দাগা’, ‘তোমার উঁকি ঝুঁকি’ প্রভৃতি।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ