Risingbd:
2025-09-18@09:00:13 GMT

সাফল্যের এক দশকে ধ্রুব গুহ

Published: 14th, January 2025 GMT

সাফল্যের এক দশকে ধ্রুব গুহ

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ। অল্প সংখ্যক গানে কণ্ঠ দিয়েও কম সময়ের মধ্যে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তার জন্মদিন। বিশেষ দিনটিকে ঘিরে তেমন কোনো পরিকল্পনা নেই এই সংগীতশিল্পীর।

সংগীতশিল্পী ধ্রুব গুহ এরই মধ্যে গানের ভুবনেও এক দশক পূর্ণ করলেন। গানে গানে এক দশক ও জন্মদিন নিয়ে ধ্রুব গুহ বলেন, “এভাবে কিন্তু ভাবিনি আমি, সত্যিই হিসাব কষতে গিয়ে দেখি, দেখতে দেখতে গানের ভুবনে আমার পথচলার এক দশকই হয়ে গেল। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রথম গানের শুরু থেকে শেষ গান পর্যন্ত— যারা নানাভাবে সম্পৃক্ত ছিলেন।”

জন্মদিনে কোনো আয়োজন করেননি ধ্রুব গুহ। এ তথ্য জানিয়ে তিনি বলেন, “সৃষ্টিকর্তার অসীম কৃপায় সুস্থ আছি, ভালো আছি। সবচেয়ে বড় কথা আমার মাথার ওপর আমার আশীর্বাদ হয়ে আমার বাবা-মা আছেন। আর জন্মদিন নিয়ে বিশেষ কিছুই করছি না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হোক, এটাই শুধু চাওয়া। সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে আসুক। জন্মদিনে সবার দোয়া আর ভালোবাসা চাই। সবশেষ আমার শ্রোতাদের কাছে কৃতজ্ঞতা। তাদের জন্যই আজ আমার এই অর্জন।”

আরো পড়ুন:

গায়িকা নেহা কাক্করকে গ্রেপ্তারের ছবির সত্যতা কী?

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫
আফগানিস্তানের দল ঘোষণা, ফিরলেন ইব্রাহিম

ধ্রুব গুহর গাওয়া জনপ্রিয় গানগুলো হলো— ‘শুধু তোমার জন্য’, ‘আদরে রাখিও বন্ধু’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’, ‘দাগা’, ‘তোমার উঁকি ঝুঁকি’ প্রভৃতি।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ