বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্যেগে কুইজ  প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২১ জানুয়ারী)  বিকাল ৩টায় বন্দর উপজেলার  মদনপুর শাইরা গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। 

এসময় আরো বক্তব্য রাখেন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, বন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়  সমন্বয়ক সদস্য সচিব আরিফ সোহেল,  নির্বাহী সদস্য মেহেরাব সিফাত, কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা জেদনী, নির্বাহী সদস্য ইব্রাহীম নিরব, আব্দুল্লাহ সালেহীন অয়ন, বন্দর উপজেলা পরিষদ সদ্য সাবেক  চেয়ারম্যান মাকসুদ হোসেন মাকসুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মদনপুর ছাত্র-জনতা আন্দোলনকারী প্রধান উপদেষ্টা মো.

মিনহাজ ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, ছাত্র সমন্বয়ক রাকিব হোসেন, রাশেদ, মেহেদী, মুন্না প্রমুখ।অনুষ্ঠান শেষে  বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ