বিএনএমসির ডেপুটি রেজিস্ট্রার রাশিদার বিরুদ্ধে দুদকের মামলা
Published: 22nd, January 2025 GMT
ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার এ মামলা করা হয়। দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি বলেন, বিএনএমসির ডেপুটি রেজিস্ট্রার রাশিদা বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও অসদাচরণের বেশকিছু অভিযোগ প্রাথমিক অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়েছে।
২০২৩ বছর ২৩ নভেম্বর ‘ভুয়া বিল বানিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সমকাল। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। তার কয়েকদিন পর দুদকে ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।
মামলার এজাহারে বলা হয়েছে, ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তার ভুয়া সিল বানিয়ে কাউন্সিলের ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। বাংলাদেশ নাসিং কাউন্সিলের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও ভুয়া মামলা দেখিয়ে মামলা পরিচালনা ব্যয় বাবদ টাকা আত্মসাৎ করেছেন রাশেদা। রেকর্ডপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, মামলাটি সঙ্গে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের কোনো সম্পৃক্ততা নেই। রাশিদা সুপ্রিম কোর্ট আইনজীবী ড.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক