চট্টগ্রামে বিপিএল: স্টেডিয়াম থেকে ১২শ কেজি বর্জ্য অপসারণ
Published: 25th, January 2025 GMT
চট্টগ্রামে পর্বে ৬ দিন মাঠে গড়িয়েছে বিপিএল। বিপিএল চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে ইয়ূথ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। এই দুই আয়োজনের কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে বর্জ্য ফেলা হয়েছিল তা বিসিবি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অপসারণ করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, ১৭ জানুয়ারি, ১৯ ও ২০ জানুয়ারি এবং ২২ ও ২৩ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বর্জ্য অপসারণ করা হয়ে। এই পাঁচদিনে অপসারণ করা বর্জ্যের পরিমাণ ১ হাজার ১২৮ কেজি।
জিরো ওয়াস্ট পদক্ষেত্রের অংশ হিসেবে বিসিবির সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে এই বর্জ্য অপসারণ করেছে।
বিপিএলের ঢাকায় প্রথম পর্ব শুরু হয়েছিল ৩০ ডিসেম্বর। ৩ জানুয়ারি প্রথম পর্ব শেষ হয়ে বিপিএল যায় সিলেট পর্বে। ৬ থেকে ১৩ জানুয়ারি সিলেট পর্বে বিপিএল অনুষ্ঠিত হয়। এরপর ১৬ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিপিএল হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ১৬ ও ১৭, ১৯ ও ২০ এবং ২২ ও ২৩ জানুয়ারি এই ছয় দিন খেলা ছিল। প্রতিদিন দুটি করে ম্যাচ হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ঢাকায় শুরু হচ্ছে বিপিএলের শেষ পর্ব।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ব প এল পর ব শ
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।