বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ শাহানাজ বেগম (৩৪)কে  পিটিয়ে ও শ্লীলতাহানি করে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বদমেজাজি  অহিদ ও সজিব বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুর ১টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত গৃহবধূ বাদী ঘটনার ওই দিন বিকেলে হামলাকারি অহিদ ও সজিবের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার মাহামুদনগর কলাবাগান এলাকার মাসুদ রানা স্ত্রী শাহানাজ বেগমের সাথে একই এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে অহিদ মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলছিল। 

এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ অহিদ ও একই এলাকার সজিব উল্লেখিত গৃহবধূকে বেআইনী জনতাবদ্ধে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। 

গৃহবধূ শাহানাজ বেগম  গালিগালাজ করতে নিষেধ করলে ওই সময় অহিদ ও সজিব ক্ষিপ্ত হইয়া লাঠিসোটা  দিয়ে পিটিয়ে আহত করে।

ওই সময় হামলাকারি অহিদ গৃহবধূ পরিহিত জামাকাপড় ধরে টানাহেচরা করে শ্লীলতাহানী করে গলায় পরিহিত ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও অপর হামলাকারি সজিব  ভেনিটি ব্যাগে রক্ষিত নগদ ১ হাজার ৮শ’ টাকা জোরপূবর্ক নিয়ে যায় এবং হাতে থাকা ইনফিনিক্স ব্রান্ডের স্মাট ফোন  ভাংচুর করে। 

গৃহবধূ ডাক চিৎকারের এলকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা  আহত গৃহবধূকে প্রাণনাশের  হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ হবধ গ হবধ

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু

কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরুড়ায় দুই স্কুল ছাত্র এবং মুরাদনগরে দুই কৃষকের মৃত্যু হয়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং বিল্লাল হোসেন ছেলে মোহাম্মদ জিহাদ (১৪) দুপুরে হালকা বৃষ্টির মাঝে মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওই দুই স্কুলছাত্র বরুড়ার উপজেলার বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপর ঘটনায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন।

স্থানীয়রা বলেন, পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পশ্চিম পাড়ার মৃত বীর চরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৫৫) ও উপজেলার আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩২) মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও ২ ব্যক্তি।

কোরবানপুর গ্রামের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দুপুরে কোরবানপুর পূর্বপাড়া কবরস্থনের পাশের একটি মাঠে জমিতে ধান কাটছিলেন ওই দুই কৃষক। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে ওই দুই কৃষক মারা যান। পরে এলাকাবাসী গিয়ে তাদের উদ্ধার করে থানায় খবর দেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে দুই জন কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে মুরাদনগরে বিক্ষোভ, পুলিশের বাধা
  • উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা
  • উপদেষ্টার বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী আচরণের’ অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত বললেন আসিফ মাহমুদ
  • কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু