প্লে অফ নিশ্চিত করতে সহজ লক্ষ্য পেল খুলনা
Published: 1st, February 2025 GMT
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের শেষ দিন আজ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচের ফল খুলনার প্লে-অফ ভাগ্য নির্ধারণ করবে। দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। তবে বরিশাল ও চিটাগং ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করায় সে ম্যাচ অনেকটাই নিয়মরক্ষার।
এর আগে রংপুর রাইডার্সও প্লে-অফে জায়গা করে নিয়েছে। চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে জায়গা পেতে হলে আজ ঢাকার বিপক্ষে জয় ভীষণ জরুরি খুলনার জন্য। মেহেদী হাসান মিরাজের দল সে লক্ষ্যে খেলতে নেমে সহজ লক্ষ্যই পেয়েছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় ঢাকা ক্যাপিটালস। তবে খুলনার বোলারদের দাপটে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। তানজিদ হাসান তামিমের হাফসেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২২ রান সংগ্রহ করে ঢাকা।
ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করে ঢাকার দুই ওপেনার তামিম ও লিটন দাস। ২.
সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১৭ বলে ২০ রান করে তিনিও ফিরলে ২০ ওভার শেষে ঢাকার ইনিংস থামে ১২২ রানে, ৯ উইকেট হারিয়ে। এখন খুলনা টাইগার্সের সামনে প্লে-অফে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সহজ লক্ষ্য মাত্র ১২৩ রান।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত