২৪ ঘণ্টায় দুবাই-ঢাকায় রাসেলের দুই ম্যাচ, আশরাফুল বললেন, ‘আদর্শ নয়
Published: 3rd, February 2025 GMT
৩ হাজার ৫৪৭ কিলোমিটার দূরে দুবাইয়ে খেলছেন রোববার রাতে। এরপর সাড়ে ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আন্দ্রে রাসেল সোমবার দুপুরে খেলতে নামেন ঢাকায়। এতদূর পথ পাড়ি দিয়ে আসা রাসেলের ম্যাচ ফিটনেস কি আদৌ ছিল?
রংপুর রাইডার্সের হয়ে রাসেলের সঙ্গে খেলেছেন জেমস ভিন্স-টিম ডেভিড। তিনজনই ঢাকায় আসেন আজ। দুপুরে মাঠে পৌঁছান আলাদাভাবে। রাসেল আর বাকি দুজনের মধ্যে পার্থক্য একটাই; আগের রাতে খেলননি ডেভিড-ভিন্স। খেলেছেন এক দিন আগে তথা ১ ফেব্রুয়ারি রাতে।
খুলনা টাইগার্সের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমেনেটরে বিধ্বস্ত হয় রংপুর। অথচ টুর্নামেন্টে টানা ৮ জয়ে সবার আগে প্লে’অফ নিশ্চিত করেছিল তারা। এরপর টানা পাঁচ হারে বেজে যায় বিদায় ঘণ্টা। প্লে’অফে এসে তিন বিদেশিকে ১ লাখ ডলার খরচ করে উড়িয়ে এনেও কোনো কাজ হলো না।
আরো পড়ুন:
বিপিএলে নানা অনিয়ম, আসিফ মাহমুদের কড়া হুঁশিয়ারি
সেরা দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস
ম্যাচ শেষে রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের কাছে বিদেশিদের এভাবে খেলানো নিয়ে প্রশ্নের পর প্রশ্ন হয়। বিজনেস ক্লাসে আরামদায়ক ফ্লাইটের অজুহাত দিলেও এক পর্যায়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের উদাহরণ টেনে বললেন আসলে এটা আদর্শ নয়।
“ইংল্যান্ডে যেটা হয়, বিদেশি ক্রিকেটাররা লিগ পর্বে তিনটা ম্যাচ খেললে তারপর নকআউট পর্বে খেলার অনুমতি দেয়। আমাদের বিপিএলে এই ধরনের কোনো নিয়ম নেই। খেলার দিন সকালে নিয়ে এলেও খেলতে পারে। এটা তো অবশ্যই আদর্শ নয়।”
“রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট বড় তারকা ও কোয়ালিটি ক্রিকেটার আনার চেষ্টা করেছে। আমার মনে হয় না (মানিয়ে নেওয়া কঠিন)। তারা যেহেতু বিজনেস ক্লাসে এসেছে, ওই সমস্যাটা হওয়ার কথা না। আবহাওয়ায়ও ভিন্ন নয়। দুবাইয়ে তারা একইরকম আবহাওয়াতেই ছিল। হয়তোবা তারা রাতে খেলে এসেছে, এটা একটা (সমস্যা) হইতে পারে। তবে তারা পেশাদার ক্রিকেটার। ওই জায়গা থেকে মনে হয় না অতটা সমস্যা ছিল” -আরও যোগ করেন আশরাফুল।
দুবাইয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি খেলা রাসেল ছিলেন অফ-ফর্মে। বিপিএলের আগের চার ম্যাচে এক শূন্যসহ করেছেন মাত্র ১৫ রান। আর বিপিএলে করেছেন মাত্র ৪ রান।
বিগ ব্যাশ খেলে আইএলটি-তে আসা ডেভিডও ছিলেন রান খরায়। দুই ম্যাচে ব্যাটিংয়ে নেমে করেছেন ১৯ রান। জেমস ভিন্সের আইএলটিতে শেষ ম্যাচে ফিফটি ছিল একটি। বিপিএলে ডেভিড রান করেছেন ৭টি আর ভিন্স থামেন ১ রানে।
আশরাফুল বলেন, “আমাদের কিন্তু গত বছর এই জিনিসটাই হয়েছিল। প্রচুর বিদেশি ক্রিকেটার তারা দুই ম্যাচ পরপর পরিবর্তন করেছে। এবার প্লেয়ার্স ড্রাফটে আমাদের পরিকল্পনা ছিল, যারাই খেলবে তারা যেন সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলতে পারে। খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ কিন্তু সবগুলো ম্যাচ খেলেছে। মাঝপথে জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশদিলের চলে যেতে হয়েছে।”
“আমাদের শুরু থেকে স্টিভেন টেলরও ছিল। তবে জিএসএলে যেভাবে খেলেছে এখানে সেটা পারেনি। সেই কারণেই ম্যানেজমেন্ট চেষ্টা করেছে বড় নামগুলো আনার। এটা তো অবশ্যই আদর্শ নয়। দলের সঙ্গে যদি অন্তত ২-৩ দিন না থাকে তাহলে তো দলের সদস্যদের চেনাও কঠিন হয়ে যায়।”
এদিন দারুণ ফর্মে থাকা ইফতেখারকেও খেলায়নি রংপুর। আশরাফুলের মতে এটি ব্যাকফায়ার করেছে। তবে তার মুখে খুশদিল শাহকে নিয়ে ছিল আক্ষেপ। এই পাকিস্তানি অলরাউন্ডার জাতীয় দলে ডাক পাওয়ায় চলে যান মাঝপথে। ব্যাট হাতে ৩৯৬ ও বল হাতে নিয়েছেন ১৮ উইকেট।
“আমার মনে হয়, খুশদিল শাহর চলে যাওয়াটা আমাদের জন্য বড় একটা সেটব্যাক হয়েছে। গায়ানা থেকে শুরু করে.
ঢাকা/রিয়াদ/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ২০২৪ আশর ফ ল ব প এল কর ছ ন
এছাড়াও পড়ুন:
নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার হয়। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মারধরের পর ওই স্কুলছাত্রকে নদীতে ফেলে দেয় তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
নিহত স্কুলছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে নগরের চান্দগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। সকালে হামিদচর এলাকায় নদীতে রাহাতের লাশ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর তার লাশ উদ্ধার হয়।
নিহত রাহাতের বাবা লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে গতকাল মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে সন্ধানের পরও খোঁজ না পেয়ে বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়েছিল। সকালে ছেলের লাশ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বন্ধুরা রাহাতকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত স্কুলছাত্রের চার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।