সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত (ঢাকা ও চট্টগ্রাম বিভাগের) প্রার্থীরা নিয়োগ বাতিলের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পুলিশ বাঁশি বাজিয়ে ঢাল হয়ে এগিয়ে গেলে আন্দোলনকারীরা জিরো পয়েন্টের দিকে সরে যান।

গত বছরের অক্টোবরে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছিল। তবে আজ হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ কোটা পদ্ধতি অনুসরণ না করায় প্রকাশিত ফল বাতিল করে দেন।

এরপরই চাকরিপ্রত্যাশীরা সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা পৌনে ১টার দিকে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়।

সচিবালয় নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের অতিরিক্ত কমিশনার ফারহানা মৃধা জানান, আন্দোলনকারীরা সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিলে পরিস্থিতি বিবেচনায় গেটগুলো বন্ধ করা হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র স মন

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ