ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্রসংগঠনের ঐক্য চায় শিবির
Published: 7th, February 2025 GMT
ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্রসংগঠনের ঐক্যের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভক্তি আর বিভাজনের রাজনীতি লক্ষ্য করছি। কারও কথা বা কাজের কারণে যদি ঐক্য বিনষ্ট হয়, তবে তাদের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারও ভূমিকার কারণে যদি ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তবে ছাত্রসমাজ অতীতে ফ্যাসিবাদের যে পরিণতি করেছে, ভবিষ্যতে তাই করবে।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার র্যালিতে এসব কথা বলেন শিবির সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে র্যালি শুরু হয়ে শাহবাগ, মৎস ভবন, প্রেসক্লাব থেকে পল্টনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, রাশেদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ উৎখাত হলেও এখনও লাল সন্ত্রাসীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। ট্যাগিং ও অপবাদের রাজনীতি ফিরিয়ে এনে ছাত্রশিবিরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল ইসল ম
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন