Risingbd:
2025-08-01@21:55:10 GMT

বুড়ো রোনালদোর ভেলকি

Published: 8th, February 2025 GMT

বুড়ো রোনালদোর ভেলকি

ক্রিস্টিয়ানো রোনালদো তার অনবদ্য ক্যারিয়ার মুকুটে আরেকটি পলক যুক্ত করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) ৪০তম জন্মদিন উদযাপন করেছিলেন রোনালদো। আর দুদিন পরে মাঠে নেমেই করলেন চোখ ধাঁধানো এক গোল। তাতেই শুক্রবার (৭ ফেব্রুয়ারি, ২০২৫) সৌদি প্রো লিগের ম্যাচে আল-ফেইহার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আল-নাসর। ম্যাচে বাকি গোল দুটি করেন সদ্যই অ্যাস্টন ভিলা থেকে নাসরে যোগ দেওয়া জন ডুরান। এই কলম্বিয়ান ফরোয়ার্ডের এটিই ছিল রিয়াদের ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচ।

এদিকে আল-ফেইহার বিপক্ষে গোলের সুবাদে রোনালদো আরও একধাপ এগিয়ে গেলেন ক্যারিয়ারের ‘১০০০’ গোলের দিকে। এটি তার ক্যারিয়ারের ৯২৪তম গোল। দর্শনীয় এই গোলের পর নাসরের ঘরের মাঠ আল আওয়ালের দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান পর্তুগিজ তারকাকে। মুহূর্তটি আরও বিশেষ হয়ে ওঠে রোনালদোর মা ডোলোরেস এভেইরোর উপস্থিতির কারণে। গ্যালারিতে বসে পুত্রের অসাধারণ নৈপুণ্য দেখে গর্বে ভেসেছেন তিনি।

আরো পড়ুন:

বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো, রোনালদোর আবেগী বার্তা

ঘরের ছেলে তোরেসের হ্যাটট্রিকে উড়ে গেল ভ্যালেন্সিয়া 

 

শুক্রবার ঘরের মাঠে ২২ মিনিটে প্রথম গোল করে আল নাসর। অভিষিক্তি ফরোয়ার্ড ডুরান সৌদিতে নিজের প্রথম গোলের দেখা পান। এই কলম্বিয়ান ম্যাচের ৭২ মিনিটে সাদিও মানের ক্রস থেকে আরও এক গোল করে স্বাগতিকদের ২-০ তে এগিয়ে নেন।

ঠিক ২ মিনিট পর রোনালদোও গোল উৎসবে যোগ দেন। নাসরের রাইটব্যাক নাওয়াফ আল বোশাইল  ডানপ্রান্ত থেকে যখন মাটি কামড়ানো ক্রসটা করেন তখনও ক্যামেরার ফ্রেমেই ছিলেন না রোনালদো। অথচ বল ডি বক্সের আসতে আসতেই দৌড়ে সেই সময়ের ব্যবধান পূরণ করে নেন ৪০ বছরের বুড়ো রোনালদো। ঠিক সামনে দাঁড়িয়ে থাকা ডিফেন্ডার ট্যাকেল করলেও ৫ বারের ব্যালন ডি-অর জয়ী বলকে ঠিকই জালে পাঠাতে সক্ষম হয়েছেন অসাধারণ দক্ষতায়।

বয়সের ভাড়ে রোনালদোর রিফ্লেকশন কমেছে, গোলমুখে নিখুঁত শর্ট নেওয়ার দক্ষতা হ্রাস পেয়েছে, হেড করতে গিয়ে প্রায় গড়মিল বাঁধান। তবে আল-ফেইহার বিপক্ষে তিনি প্রমাণ করলেন, পজিশনিংয়ে এখনও তিনি সেরাদের একজন।

এই জয়ের মাধ্যমে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। টেবিলটপার আল ইত্তিহাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে স্টেফানো পিওলির দল। ১৯ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪১। সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।

এই জয়ের ফলে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। বর্তমানে তারা শীর্ষে থাকা আল ইত্তিহাদ থেকে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে। স্টেফানো পিওলির দলটি ১৯ ম্যাচ শেষে সংগ্রহ করেছে ৪১ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য

ঢাকা সিটি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—
বিজ্ঞান বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৫.০০ (উচ্চতর গণিতসহ)
ব্যবসায় শিক্ষা বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.০০
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
মানবিক বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে৮ ঘণ্টা আগে

ভর্তি ও কলেজসংক্রান্ত তথ্য
১. অনলাইনের মাধ্যমে ঢাকা সিটি কলেজকে পছন্দের তালিকায় ১ নম্বরে রেখে আবেদন করতে হবে। আবেদনের সময় থানা ‘ধানমন্ডি’ নির্বাচন করতে হবে।
২. অনলাইনে আবেদনের ওয়েবসাইট
৩. অনলাইনে ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে।
৪. আবেদনের তারিখ ৩০ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৫।
৫. প্রভাতি শাখা ছাত্রী এবং দিবা শাখা ছাত্রদের জন্য।
৬. ছাত্রীদের ক্লাস সকাল ৭:৩০টা থেকে এবং ছাত্রদের ক্লাস দুপুর ১২:৩০টা থেকে শুরু হয়।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা১১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা শিক্ষা বোর্ডে দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, শুরু ১ আগস্ট থেকে
  • ব্র্যাকে জেলা পর্যায়ে ম্যানেজার নিয়োগ, স্নাতকে আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
  • সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে: ঢাকা চেম্বার
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
  • বাটা সু’র মুনাফা কমেছে ২৬.৮৪ শতাংশ
  • বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
  • ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)
  • ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য