একের পর এক দেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এমন সময় দেশের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ দুই দফা বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।
এ প্রসঙ্গে নওশাদ বলেন, “পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করেছি। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেই, আপাতত সিনেমা হল বন্ধ করা হবে না। আমরা যদি সিনেমা হল বন্ধ করি, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে অবহিত করব।’’
নওশাদ আরো জানান, কোটি টাকা খরচ করে সিনেমা হলটির আধুনিকায়ন করেছিলেন। তার আশা ছিল পৈতৃক ব্যবসা আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরিচীকায় রূপ নিয়েছে।
১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা উদ্বোধন করা হয়। সিনেমার বাজার ভালো না থাকায় হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা শোনা যাচ্ছিল। ভাছিলেন। এমনকি ডেভেলপার কোম্পানির সঙ্গে আলাপও করেছিলেন এর কর্ণধার।
আসছে ঈদুল ফিতরে মধুমিতায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’।
ঢাকার অন্যতম প্রাচীন এই প্রেক্ষাগৃহ উদ্বোধন করেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। হলটিতে একসঙ্গে ১ হাজার ২২১ জন দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।
ঢাকা/রাহাত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ
গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।
উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।