‘কোনো অন্যায় চিরকাল টিকে থাকতে পারে না, তাই স্বৈরশাসক দেশ থেকে দূর হয়েছে’
Published: 8th, February 2025 GMT
‘কোনো অন্যায় চিরকাল টিকে থাকতে পারে না, তাই স্বৈরশাসক দেশ থেকে দূর হয়েছে। এখন দেশ পরিচালনায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী থেকে অজপাড়াগাঁ পর্যন্ত আপনাদের মাধ্যমেই দেশের সব মানুষ সেবা পান। তাই দেশের জনগণের কথা মাথায় রেখে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করবেন। তাহলেই দেশের মানুষও আপনাদের মাথায় তুলে রাখবেন।’
আজ শনিবার বিকেলে নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বনভোজন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন।
আবদুল মঈন খান বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষকে আপনারা সাংবিধানিকভাবে সেবা দিয়ে থাকেন, সেই কারণেই আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানে রাষ্ট্রের তিনটি স্তম্ভের কথা বলা হয়েছে। একটি হলো জাতীয় সংসদ, দ্বিতীয়টি সুপ্রিম কোর্ট এবং তৃতীয়টি হচ্ছে সচিবালয়। সচিবালয় হলো এক্সিকিউটিভ ব্রাঞ্চ, রাষ্ট্র পরিচালনার অবিচ্ছেদ্য অঙ্গ। আপনারা সে হিসেবে রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।’
দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই গত ১৬ বছর কঠিন সময় পার করে এসেছেন বলে মন্তব্য করেন আবদুল মঈন খান। তিনি বলেন ‘আপনারা কীভাবে সেসব দিন কাটিয়েছেন। আমার চেয়ে বেশি কেউ জানে না। সে সময়ও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, ধৈর্য ধরতে বলেছিলাম, আপনারা ধৈর্য ধরেছেন। এ জন্যই আজ সুদিনের স্বপ্ন আপনারা দেখতে পারছেন। কোনো অন্যায় চিরকাল টিকে থাকতে পারে না। এখন অন্যায় ও স্বৈরশাসক বাংলাদেশ থেকে দূর হয়েছে।’
আবদুল মঈন খান বলেন, ‘গত সরকারের আমলে যে জুলুম, অত্যাচার, নির্যাতন আপনাদের ও আমাদের ওপর হয়েছে, এ থেকে শিক্ষা নিয়ে দেশে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করুন। জনগণের ভোটের মাধ্যমে আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করি, তবে অবশ্যই সব অন্যায় দূর করে আপনাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।’
বক্তব্যের শেষ পর্যায়ে আবদুল মঈন খান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের গঠিত ২০২৫-২৬ মেয়াদের ৫১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। কমিটির সভাপতি হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.
সংগঠনটির সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব মো. মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ বি এম আবদুস সাত্তার, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আপন দ র ল ইসল ম র হয় ছ আপন র সরক র
এছাড়াও পড়ুন:
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৫ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি বলেন, স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন।
পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, পুলিশ বাহিনীকে সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হবে।
ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সূত্র-বাসস