সবকিছু চূড়ান্তই ছিল। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অবশেষে এলো সেই ঘোষণা। বাংলাদেশি হয়ে যাওয়া ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী অফিসিয়ালি জাতীয় দলের সদস্য হয়েছেন। 

এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তাঁর এই দলে আছেন হামজা চৌধুরী। চমক ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল ইসলাম। শিলংয়ে ২৫ মার্চ গ্রুপ ‘সি’তে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। এই গ্রুপে লাল-সবুজের দলটির বাকি প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর।

ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া নিয়ে আছে ধোঁয়াশা। সৌদি আরবে করা ক্যাম্পে যোগ দেবেন, নাকি ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় আসবেন তিনি, সেটি এখনও চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। 

বাফুফে চাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে রাজকীয়ভাবে বরণ করতে। কিন্তু এখন যেহেতু ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগের ক্লাব শেফিল্ডে আছেন তিনি, তাই ক্লাবের ছাড়ার ব্যাপারটিও চিন্তা করতে হচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। 

হামজা বাংলাদেশে আসবেন, নাকি সরাসরি শিলংয়ে যাবেন– এর সবকিছু সময়ের ওপর ছেড়ে দিয়েছেন ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম, ‘আমি চেয়েছিলাম হামজাকে একটা বড় ধরনের সংবর্ধনা দিতে। সভাপতি আমাকে বলেছেন, আগে তার আসার তারিখ চূড়ান্ত হোক। সেটা এখনও হয়নি বলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না।’

হামজা চৌধুরীর বাংলাদেশি হওয়ার ব্যাপারটি সবারই জানা। কিন্তু ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল ইসলামকে দলে নেওয়ার আগ পর্যন্ত কিছুই জানায়নি ফেডারেশন। ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া এফসিতে খেলা ফরোয়ার্ড ফাহমেদুল ইসলামকে নিয়ে আশাবাদী কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 

রোববার বাফুফের পাঠানো বিবৃতিতে এ স্প্যানিয়ার্ড বলেন, ‘সে ইতালির অলবিয়া ক্লাবে খেলে। মূলত সে লেফট ব্যাক এবং লেফট উইংয়েও খেলতে পারে। ইউরোপের সিনিয়র পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, সে তরুণ, দেখা যাক কী হয়।’ 

যতদূর জানা গেছে, ফাহমেদুলের বাড়ি ফেনীতে। তিনি ইতালির ক্লাব সাম্পদোরিয়া যুব দলের জার্সি গায়ে জড়িয়েছেন। প্রাথমিক দলে রাখা ১৮ বছর বয়সী এ ফুটবলারকে ট্রায়ালে দেখতে চান ক্যাবরেরা। ফেনীর এই ফাহমেদুলকে নিয়ে বাংলাদেশে দলে বর্তমানে প্রবাসী ফুটবলার আছেন পাঁচজন। বাকি চার ফুটবলার হলেন– ইংল্যান্ড প্রবাসী হামজা, ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম কিরমানি।

ঘরোয়া লিগে খেলা পাঁচ নতুন মুখ ডাক পেয়েছেন জাতীয় দলের প্রাথমিক দলে। স্থানীয়দের মধ্যে নতুন মুখ গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত, মিডফিল্ডার ফাহমেদুল ইসলাম এবং দুই ফরোয়ার্ড আরিফ হোসেন ও আল আমিন। 

দলবদলের জটিলতায় প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম লেগে খেলেননি ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ খেলা দুটি ম্যাচেও ছিলেন না জাতীয় দলের অধিনায়ক। খেলার মধ্যে না থাকায় ব্রাদার্স ইউনিয়নের এ মিডফিল্ডারের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। মাঝখানে না থাকলেও নতুন করে ক্যাবরেরার ক্যাম্পে ডাক পেয়েছেন তারিক কাজী, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম। চোটের কারণে ভারত ম্যাচের দলে নেই বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

বাংলাদেশ দল: মিতুল, সুজন, শ্রাবণ, জিকো, মুরাদ, শাকিল, মেহেদী, রহমত, মোহাম্মদ শাকিল, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক, তপু, সাদ উদ্দিন, সুশান্ত, ইয়াসিন, জাহিদ, হৃদয়, কাজেম, পাপন, সোহেল রানা, সোহেল, চন্দন, জনি, মোরসালিন, জামাল, হামজা চৌধুরী, রাকিব, ফয়সাল, রাব্বি, ইমন, রফিকুল, ইব্রাহিম, আরিফ, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ত য় দল র ফ টবল র

এছাড়াও পড়ুন:

হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে গত সপ্তাহে একাধিক গ্যাং হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্কের (আরএনডিডিএইচ) তথ্যানুসারে, সংকটে জর্জরিত দেশটিতে সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্যারন’স। 

গতকাল সোমবার এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে আরএনডিডিএইচ জানায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে।’

পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। দেশটির একটি অংশ ও রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বেশিরভাগ এলাকা সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

২০২৪ সালের শুরুর দিকে গ্যাংগুলোর একটি জোট লাগাতার হামলা শুরু করলে পরিস্থিতির চরম অবনতি হয়। যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি।

আরএনডিডিএইচ জানিয়েছে, ভিভ আনসানম গ্যাং জোট, যারা ২০২৪ সালের মার্চ মাস থেকে ক্যাবারেট শহরের নিয়ন্ত্রণে রয়েছে, তারা গত সপ্তাহে নিকটবর্তী ল্যাবোডেরি শহরে বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে। শহরটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।

সংস্থাটি আরো জানায়, ‘তারা ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়, ‘বেঁচে থাকা কয়েকজন পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন। অন্যান্যরা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।’ 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে সতর্ক করে বলেছেন, হাইতিতে ‘রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়ছে।’

তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, হাইতির রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়ছে। সেখানকার ৯০ শতাংশ অঞ্চলের ওপর গ্যাংগুলোর নিয়ন্ত্রণ রয়েছে।

রবিবার, তিনি ক্যাবারে কমিউনে হামলার নিন্দা জানিয়েছেন এবং দেশগুলোকে প্রয়োজনীয় ‘সরবরাহ, কর্মী ও তহবিল দিয়ে বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশনকে শক্তিশালী করার প্রচেষ্টা ত্বরান্বিত করার’ আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্যানুসারে, চলতি বছরের প্রথমার্ধে হাইতিতে কমপক্ষে ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • শান্তি স্থাপনের লক্ষ্যে আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগের প্রস্তাব মাওবাদীদের
  • হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত