দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুতে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে, চিত্র পাল্টে গেছে। ছন্দ হারিয়েছে আর্জেন্টিনা, আর ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেছে ব্রাজিল। সর্বশেষ ম্যাচে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে সেলেসাও যুবারা।  

অন্যদিকে, দিনের আরেক ম্যাচে শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে জয় পেলেও ব্রাজিলকে টপকাতে পারেনি দলটি। ফলে তিন ম্যাচ শেষে সমান ৯ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।  

এই প্রতিযোগিতার শুরুতে শিরোপার অন্যতম দাবিদার ছিল কলম্বিয়া, তবে চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল ও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে তারা। এখন শিরোপার মূল লড়াই ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। শুক্রবার চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী, যেখানে নির্ধারিত হতে পারে শিরোপার ভাগ্য।  

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে বল দখল ও আক্রমণে কিছুটা পিছিয়ে থাকলেও সুযোগ কাজে লাগানোর দক্ষতায় এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের ১৫ মিনিটে গুস্তাভো প্রাদোর গোলে এগিয়ে যায় তারা, দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। ২৫ মিনিটে এক গোল শোধ করে প্যারাগুয়ে, তবে ৭৮ মিনিটে আলিসন সান্তানার গোল নিশ্চিত করে ব্রাজিলের জয়।  

অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই করেছে কলম্বিয়া, পেয়েছিল কয়েকটি দারুণ সুযোগও। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৮৬ মিনিটে ইয়ান সুবিয়াব্রের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে আর্জেন্টিনা, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর জ ন ট ন আর জ ন ট ন র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাইফুল, কবির ও হান্নান।

কারখানার সুপারভাইজার মিজানুর বলেন, ‘‘কারখানার গ্যাস কন্ট্রোলার রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হন। দ্রুত কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’

আরো পড়ুন:

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে, তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেছে।’’

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ