ডিসেম্বর ধরেই নির্বাচনের প্রস্ততি নিচ্ছে ইসি
Published: 11th, February 2025 GMT
নির্বাচন কবে হচ্ছে, সেই আলোচনায় গতি বাড়তেই একজন নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন, চলতি বছরের ডিসেম্বর ধরেই তারা প্রস্তুতি নিচ্ছেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই তথ্য দেন।
তিনি বলেন, “ডিসেম্বর মাসেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।”
আরো পড়ুন:
তিস্তা ইস্যুতে বিএনপির দুই দিনের নতুন কর্মসূচি
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে নির্বাচনের এমন সম্ভাব্য সময় নিয়ে কথা হয় । বৈঠক থেকে বেরিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ডিসেম্বরে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেটে গেছে ছয় মাস। এরই মধ্যে বিএনপি বারবার নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে। তাদের ভাষ্য- নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু সংস্কার দ্রুত শেষ করেই নির্বাচন দেওয়া হোক।
নির্বাচনের দিনক্ষণ নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির মতপার্থক্য থাকলেও দলটিও এখন নির্বাচনের কথা বলছে। এরই মধ্যে একাধিক জেলায় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকাও প্রকাশ করেছে জামায়াত।
অবশ্য অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা সংস্কারের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে নতুন দল গুছিয়ে তারাও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গণঅধিকার পরিষদসহ অন্যান্য দল ও ইসলামভিত্তিক দলগুলো ভোটের জোট নিয়ে আলোচনার মধ্যে রয়েছেন। অর্থাৎ সব দলই নির্বাচনি প্রস্তুতির মধ্য দিয়ে এগোচ্ছে। আর বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচনি আলোচনায় আরো গতি এসেছে।
নির্বাচন কমিশনার মো.
মো. সানাউল্লাহ বলেন, “প্রধান উপদেষ্টা গত ডিসেম্বরে বলেছিলেন যে, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য হয়, তাহলে এই বছরের শেষ নাগাদ, মানে চলতি বছরের ডিসেম্বরে...। যদি আরেকটু সংস্কারের সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব।”
“কিন্তু আমাদের আর্লিয়েস্ট ডেট (নিটকবর্তী তারিখ) ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তনীয়। ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নাই, একটিই প্রস্তুতি,” বলেন মো. সানাউল্লাহ।
ঢাকা/হাসান/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ গণঅভ য ত থ ন ড স ম বর ব এনপ র
এছাড়াও পড়ুন:
এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
পাকিস্তানের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করেছে ভারত। বুধবার ভারত সরকার এ ঘোষণা দিয়েছে একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি বিমানের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর রয়টার্সের
ভারতশাসিত কাশ্মীরে ২২ এপ্রিল পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদ রয়েছে অভিযোগ করে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেয় পাকিস্তান।
পাকিস্তান আকাশসীমা বন্ধ করার এক সপ্তাহ পর দেশটির উড়োজাহাজের জন্যও একই নিষেধাজ্ঞা দিল ভারত।