বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুইয়ে পাকিস্তান, শীর্ষে ভারতই
Published: 13th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির আগে সুখবর পেল পাকিস্তান। আইসিসি দলীয় র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চ্যাম্পিয়নস ট্রফির স্বাগতিকেরা। কাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা পাকিস্তান এক ধাপ এগিয়েছে আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১১। গতকাল শ্রীলঙ্কার কাছে হারা অস্ট্রেলিয়ারও পয়েন্ট ১১১। তবে নির্ধারিত সময়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে কম ম্যাচ খেলা পাকিস্তান ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় উঠেছে দুইয়ে। শ্রীলঙ্কার কাছে হেরে অস্ট্রেলিয়া খুইয়েছে ২ পয়েন্ট, অন্যদিকে এক জয়ে পাকিস্তানেরও পয়েন্ট বেড়েছে ২টি।
ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করা ভারতই সবার ওপরে। ১১৯ রেটিং পয়েন্ট দলটির। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানো ভারতের রেটিং পয়েন্ট বেড়েছে ১টি। ধবলধোলাই হওয়া ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এক কমে হয়েছে ৯২।
ওয়ানডের এক নম্বর দল ভারত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই ইংল্যান্ড, গড়ল বিব্রতকর রেকর্ডও
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ ওয়ানডেতেও হারল ইংল্যান্ড। ওয়েলিংটনে আজ আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ২২৩ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল ইংল্যান্ড।
শেষ পর্যন্ত দুই কিউই পেসার জাকারি ফোকস ও ব্লেয়ার টিকনারের ব্যাটে ২ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই (৩–০) করল নিউজিল্যান্ড। ওয়ানডেতে এ নিয়ে ইংল্যান্ডকে দ্বিতীয়বার ধবলধোলাই করল কিউইরা। প্রথম ধবলধোলাই করেছিল ১৯৮৪ সালে।
হারের এই ম্যাচে বিব্রতকর এক রেকর্ডও গড়েছে ইংল্যান্ড। এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যান মিলে মাত্র ৮৪ রান করেছেন। পুরুষদের ওয়ানডে সিরিজে বা টুর্নামেন্টে (যেখানে অন্তত তিনটি ইনিংসে ব্যাটিং করেছে) কোনো দলের প্রথম চার ব্যাটসম্যানের এটাই সর্বনিম্ন রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১৯৮৮ এশিয়া কাপে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছিলেন ৮৯ রান।
তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ভালো শুরু পেয়েছিল। ১২.৫ ওভারে ৭৮ রানের জুটি গড়েন দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুর্ভাগ্যজনকভাবে কনওয়ে ৩৪ রানে রানআউট হলে জুটিটি ভাঙে। রবীন্দ্রর শট বোলার জেমি ওভারটনের হাতে লেগে নন স্ট্রাইকের স্টাম্পে লাগে। তখন কনওয়ে ছিলেন ক্রিজের বাইরে। একইভাবে আউট হয়েছেন টম ল্যাথামও। দুটি রানআউট এবং ওভারটন ও স্যাম কারেনের দারুণ বোলিংয়ে একটা সময়ে ম্যাচে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।
আরও পড়ুনরেকর্ড গড়া বাবরের রান পাকিস্তানের জয়ে কাজে লাগে না—কথাটি কতটুকু সত্য৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের ১৯৬ রানে ৮ উইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ড। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ড্যারিল মিচেল আউট হলে ম্যাচ ইংল্যান্ডের দিকেই হেলে পড়ে। তবে নবম উইকেটে দুই পেসার ফোকস ও টিকনারের ৩৭ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই জয় পায়। ২টি করে উইকেট নেন ওভারটন ও কারেন।
শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিতল ২ উইকেটে