হাসপাতালে ভর্তি করা হয়েছে কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে। অসুস্থতার কারণে কনসার্ট স্থগিত করেছেন এই তারকা।
শাকিরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে অসুস্থতার খবর জানান। এ পোস্টে শাকিরা বলেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল (১৬ ফেব্রুয়ারি) রাতে পেটের সমস্যা নিয়ে জরুরি বিভাগে যেতে হয়। আমি এখন হাসপাতালে ভর্তি আছি। আজকে মঞ্চে উঠতে না পেরে ভীষণ খারাপ লাগছে।”
রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পেরুর জাতীয় স্টেডিয়ামে শাকিরার কনসার্ট ছিল। দেশটির রাজধানীতে পরপর দুটো শো ছিল। অসুস্থতার কারণে দুটো শো স্থগিত করেছেন এই শিল্পী। তবে নতুন তারিখ নির্ধারণ নিয়ে ইতোমধ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন:
হাড় ভেঙেছে কে-পপ তারকা ফিলিক্সের
যেভাবে সৃষ্টি ‘আমি বাংলায় গান গাই’
তবে ভক্তদের উদ্দেশ্যে শাকিরা বলেন, “পেরুতে আমার ভক্তদের সঙ্গে পুনরায় একত্রিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
১৯৭৭ সালে কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন পপ তারকা শাকিরা। গানের শিল্পী হয়েও মাত্র ৩৩ বছর বয়সে গোটা বিশ্বকে নাচান ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত