চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাধা দেওয়ায় রাম জলদাস (৩২) নামের এক জেলেকে লোহার রড দিয়ে পিটিয়ে সাগরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ছোট ভাই লিটন জলদাসকে (২৭) অপহরণ করে নিয়ে যায় তারা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মৎস্য কর্মকর্তা, সীতাকুণ্ড থানা-পুলিশ, কুমিরা নৌ পুলিশ ও কোস্টগার্ডের শরণাপন্ন হন। নিখোঁজ রাম জলদাসের বাড়ি বাড়বকুণ্ড ইউনিয়নে।

ওই এলাকার জেলে প্রদীপ জলদাস প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে রাম জলদাস ও তাঁর ভাই লিটন জলদাস মাছ ধরার জন্য সন্দ্বীপ চ্যানেলে যান। তাঁদের জাল যেখানে বসানো রয়েছে, সেখানে দখলদার একদল লোক বালু উত্তোলন করছিলেন। ফলে জালের খুঁটি ভেঙে যাওয়ার অবস্থা তৈরি হয়। এতে বাধা দেন রাম জলদাস। এরপর শুরু হয় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি। এ সময় বালু উত্তোলন করতে থাকা লোকজন একটি লোহার রড দিয়ে রাম জলদাসের মাথায় আঘাত করে সাগরে ফেলে দেন। ভাইকে সাগরে ফেলে দেওয়ার পর চিৎকার করতে থাকেন লিটন জলদাস। এ সময় তাঁকে নৌকা থেকে একটি বাল্কহেডের তুলে নিয়ে নোয়াখালীর দিকে চলে যায় দুষ্কৃতকারীরা। পরে বাল্কহেড থেকে লিটন জলদাস তাঁর এক বন্ধুকে ফোন করেন। এরপর খবরটি জানাজানি হয়।

প্রদীপ জলদাস প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের এলাকায় বালু উত্তোলনকারী বাল্কহেড চলাচলের জন্য সাগরে বসানো জাল কেটে দিচ্ছিল দুষ্কৃতকারীরা। তাঁরা বাধা দিলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তাঁরা বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানিয়েছেন। কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনকারী লোকজন জেলেদের জাল কেটে দেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। তিনি মাসিক আইনশৃঙ্খলা মিটিং এ বিষয়টি নিয়ে অভিযোগও করেছেন। কিন্তু বালু উত্তোলন বন্ধ হয়নি। কয়েক দিন আগে তিনজন বালু উত্তোলনকারীকে ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছিল। এলাকার জেলে সর্দার তাঁকে জানান, বালু উত্তোলনকারী লোকজন তাঁদের এলাকার এক জেলেকে রোড দিয়ে পিটিয়ে সাগরে ফেলে দিয়েছেন। পাশাপাশি তাঁর এক ভাইকে অপহরণ করেছেন। তিনি বিষয়টি তাৎক্ষণিক উপজেলায় ইউএনওকে জানান।

ইউএনও ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক জেলেকে মারধর করে সাগরে ফেলে দেওয়ার খবর পেয়ে তিনি কোস্টগার্ড, নৌপুলিশ এবং থানা-পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং সীতাকুণ্ড থানা-পুলিশ কাজ করছে বলে জানান। উদ্ধারে অংশ নিয়েছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরাও।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে,   এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ