‘হামরা গুলা সগায় তিস্তা নদীর ভাঙনের শিকার হয়া এলা ভূমিহীন। পরের বাড়িত থাকং। সেই তিস্তা নদীর ভাঙনের হাত থাকি বাঁচার জন্তে আন্দোলন হচ্ছে। তাই হামরা রোববার থাকি এটে আসি থাকছোং। হামরা চাই আর যেন তিস্তা নদী না ভাঙে। আর যেন হামার গুলার মতোন কেউ ভূমিহীন না হয়।’

তিস্তা নদী রক্ষা আন্দোলনের ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচিতে অংশ নিয়ে কথাগুলো বলছিলেন লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের শুকান দিঘী এলাকার শহিজল হোসেন (৭৮)। একসময় তাঁর বাড়ি ছিল কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোরগাছে। বাড়িঘর ও সাত বিঘা জমি তিস্তায় হারিয়ে এখন লালমনিরহাটে থাকেন।

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কর্মসূচির কথা শুনে শহিজলসহ ভাঙনের শিকার মানুষেরা কর্মসূচিতে ছুটে আসেন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তাপারের পাঁচটি জেলার ১১টি স্থানে অবস্থান কর্মসূচি, গণপদযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

তিস্তাপারের ইউনিয়ন লালমনিরহাট সদরের গোকুন্ডার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোলেমান আলী (৭২) ও ময়না বেগম (৬২) দম্পতি গোকুন্ডার তিস্তা সড়কসেতু ও রেলসেতুর মধ্যবর্তী স্থানে কর্মসূচিতে যোগ দিতে আসেন। কর্মসূচির দ্বিতীয় দিন আজ মঙ্গলবার দুপুরে তাঁদের সঙ্গে কথা হয়।

সোলেমান আলী প্রথম আলোকে বলেন, ‘তিস্তা হামার পাছ ছাড়ে না। তিস্তার হাত থাকি হামার গুলার রক্ষা নাই। আগোত হামার বাড়ি ছিল চিলমারীর জোরগাছোত। জোরগাছোত একবার তিস্তাত গেল বাড়িঘর। সব হারেয়া চলি আসনু লালমনিরহাটের কুরশামারীত। ২০ বছর আগোত কুরশামারীর বাড়িটাও ভাঙি গেল। এলা কুরশামীর মানষের বাড়িত ঘর তুলি থাকছোং।’

গোকুন্ডার আফজাল নগরের আক্তারুজ্জামান ১৬ বছর আগে তিস্তার ভাঙনে ৭০ শতক জমি হারিয়েছেন। সোলেমান আলীর মতো শহিজল, আক্তারুজ্জামানেরা তিস্তায় বাড়িঘর হারিয়ে ভূমিহীন। তাঁদের সবার গল্প প্রায় অভিন্ন। সব হারিয়ে তাঁরা তিস্তা বাঁচানোর আন্দোলনে যোগ দিয়েছেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব (দুলু) বলেন, ‘তিস্তা একটি আন্তর্জাতিক নদী। অথচ প্রতিবেশী ভারত একতরফাভাবে নদীর পানি দিচ্ছে না। আমরা তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছি। বৃহত্তর রংপুর বিভাগের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তাপারের মানুষেরা নিজেদের বাঁচাতে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।’

গতকাল সোমবার বিকেলে লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সেতু ও তিস্তা রেলসেতুর মধ্যবর্তী স্থানে কর্মসূচির মূল মঞ্চে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান (দুদু), বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবি নাজনীন প্রমুখ।

আজ সকালে তিস্তা সড়ক সেতুর উত্তর মাথা থেকে রংপুরের কাউনিয়া জিরো পয়েন্ট পর্যন্ত গণপদযাত্রা কর্মসূচিতে যোগ দেন কয়েক হাজার মানুষ। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিবের নেতৃত্বে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় অধিকাংশের হাতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানসংবলিত পতাকা ও টি-শার্ট পরা দেখা যায়।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপদযাত্রা শেষে তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সংগীত পরিবেশন করা হবে। বিকেল পাঁচটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তাপারের ১১টি স্থানে অবস্থান কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন। এসব কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!

আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?

ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।

ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’

 চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।

জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

সম্পর্কিত নিবন্ধ