Samakal:
2025-09-18@12:44:29 GMT

যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

Published: 19th, February 2025 GMT

যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে হাসান মুরাদ নামে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার রাতে বিএমচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার নদী থেকে মরদেহ উদ্ধার করে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

হাসান মুরাদ (২৫) উপজেলার সাহারবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী নদীর কইন্যারকুম পয়েন্টে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয়দের সহায়তায় রাত সোয়া 8টার দিকে ওই মরদেহ উদ্ধার করে। 

ঘটনা নিশ্চিত করে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) সুফল চন্দ্র সিংহ জানান, উদ্ধার করা মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ মরদ হ

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ