বিহারের পূর্ণিয়ায় সুশান্ত সিং রাজপুতের বাড়িতে হাজির হয়েছিল অরূপ। চোরাইপথে বিএসএফের বন্দুকের গুলি উপেক্ষা করে সেই অভিযান, সেই রহস্য উন্মোচন কিংবা ঢাকার মোহাম্মদপুরের মেয়ে সায়মাকে উদ্ধারের ঘটনার পর অরূপ অনেকদিন নিজ মনে ঢাকায় করপোরেট চাকরিই করছিল। কিন্তু আবার অরূপের ডাক পড়লো নতুন এক রহস্য উন্মোচনে। রাতের ট্রেনে উঠে এক পাখি ডাকা কুয়াশাচ্ছন্ন ভোরে নামলো মফস্সল শহরের স্টেশনের তিন নম্বর প্ল্যাটফরমে।

এটা ফ্ল্যাপের লেখা। মাহতাব হোসেনের নতুন উপন্যাস ৩ নম্বর প্ল্যাটফর্ম। থ্রিলার ধাঁচের এই উপন্যাসে উঠে এসে সুপ্রাচীন একটি জংশন এলাকার চিত্র, যেখানের সংস্কৃতির পাশাপাশি গল্প দৌঁড়াতে থাকে ঘোড়ার মতো। বিন্দুমাত্র বিরক্তির সুযোগ নেই। 

এ বিষয়ে কথাসাহিত্যিক মাহতাব হোসেন বলছেন, আমার লেখার একটি পরিচিতি ধাঁচ রয়েছে। সে ধাঁচেও শুরু করলেও এবার লিখলাম সম্পূর্ণ গোয়েন্দা উপন্যাস। ৩ নম্বর প্ল্যাটফর্মের পূর্বে রাজপুতও একটি গোয়েন্দা উপন্যাস ছিল বটে, কিন্তু আমি বলছি না। এই উপন্যাসে এক ধরনের মাদকতায় রাখার চেষ্টা করেছি যেন আচ্ছন্নের মতো পাঠক একটানা পড়ে শেষ করতে পারে৷ 

যথারীতি পাওয়া যাচ্ছে লেখকের উপন্যাস- রাজপুত, সাতচল্লিশের ট্রেন,  দিলরুবা, সন্ধ্যার পরে,নগরে সমুদ্র। 

ঢাকা অমর একুশে গ্রন্থমেলার অনিন্দ্য প্রকাশের স্টল নং ৭২৫-৭২৮ (মুক্তমঞ্চের সাথে), চট্টগ্রাম বইমেলার স্টল নং ২৯,  খুলনা বইমেলার স্টল নং ৬১ তে পাওয়া যাচ্ছে ৷ এছাড়াও রকমারি ডটকমে সহজলভ্য।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল উপন য স

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ