অস্ট্রেলিয়ায় সৈকতে ডলফিনের মৃত্যু
Published: 19th, February 2025 GMT
অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত সমুদ্রসৈকতে আটকা পড়েছে দেড় শতাধিক ডলফিনের একটি দল। স্থানীয় পরিবেশ কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে কয়েক ডজন ডলফিনের মৃত্যু হয়েছে।
তারা বলছেন, এগুলো সব বিরল প্রজাতির ডলফিন। আটকা পড়া ডলফিনের সংখ্যা ১৫৭টি। এগুলো সমুদ্রের গভীরে বিচরণ করা একটি প্রজাতি।
জানা গেছে, এখনও ৯০টির মতো ডলফিন জীবিত রয়েছে। দেখতে তিমির মতো হওয়ায় এগুলোকে ‘ফলস কিলার হোয়েলস’ নামে চিহ্নিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় বন্যপ্রাণী কর্মকর্তা ব্রেন্ডন ক্লার্ক বলেছেন, বেঁচে থাকা ডলফিনগুলোকে ফের পানিতে ভাসিয়ে দেওয়া তাদের জন্য কঠিন হবে, কেননা প্রতিটি ডলফিনের ওজন এক টনের বেশি বলে ধারণা করা হচ্ছে। বিবিসি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।